লাল্টু বসিরহাট-এর বাসিন্দা, ছোট থেকেই স্বপ্ন ছিলো অভিনেতা হবার. অভিনয়ও শিখেছে, পর্দায় সুযোগ পাওয়ার জন্য প্রচুর স্টুডিও তে ঘুরেছে, পরিবারের আপত্তি আসে যখন ঘুরে ঘুরে কিছুই করতে পারিনি ,তারপর এক বন্ধু বলল YouTube a কিছু করতে পারিসকি দেখ |
তখন থেকে YouTube-এ কিভাবে টাকা ইনকাম করা যায় কি ভাবে ভিডিও তৈরী করতে হয় শিখলো,
একাধিক বার চ্যানেল চালিয়েছে বিভিন্ন ট্রপিক-এ কিন্তু কিছু করতে পারিনি,তারপর শীতকালে বিভিন্ন মেলার অনুষ্ঠান হয়, মেলাতে অনেক শিল্পীরা আসতেন তাদের পারফরমেন্স এর ভিডিও তুলে ছাড়তে ছাড়তে এক সময় ভিউ হতে লাগলো, তারপর সিরিয়ালের বিভিন্ন তারকাদের অন্দরমহলের খবর ছাড়তে শুরু করল,অনেক নায়ক নায়িকাদের ইন্টারভিউ নিয়েছে,
এক বছরের মধ্যে চ্যানেলটি তিন লক্ষ সাবস্ক্রাইব ক্র্রস করলো ,
সিলবার প্লে বাটন অ্যাওয়ার্ড পেল YouTube কোম্পানি থেকে, তাছাড়া প্রত্যেক মাসে লক্ষাধিক টাকার বেশি পারিশ্রমিক মিলছে.