world largest and tallest Shiva statue :  তৈরি চ্ছে এক নতুন আশ্চর্য রাজস্থানের মাটিতে

উদয়পুর থেকে কিছু গিয়ে প্রায় ৫০ কিলোমিটার দূরে নাথদ্বারার গণেশ টেকরিতে তৈরি হচ্ছে এই আশ্চর্য,একটি বিশাল শিবমূর্তি, মূর্তির একটি নামও হয়েছে ইতিমধ্যেই এটিকে বলা হচ্ছে  দ্যা স্ট্যাচু অফ বিলিভ  দেখার জন্য ২০ ফিট,১১০ ফিট এবং ২৭০ ফিট এই মূর্তি, এভাবেই উচ্চতায় তিন ধাপে ভাগ করা হয়েছে এটিকে।এর পাশাপাশি তৈরি করা হচ্ছে ২৫ ফিট লম্বা ও ৩৭ ফিট চওড়া একটি নন্দীর মূর্তি ।

বিরাট এই সুবিশাল শিবমূর্তি দর্শকরা দেখতে পাবেন কিন্তু ২০কিমি দূর থেকেই মূর্তি তৈরির দায়িত্বে আছে  মিরাজ গ্রুপ  মূর্তি তৈরির পরিকল্পনা শুরু হয়েছে ২০১৩ সাল থেকেই, ২০১৯ সালের মধ্যে কাজ শেষ হওয়ার আশা রাখা যাচ্ছে  শিব মূর্তি কিন্তু ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন জায়গাতেও তৈরি হয়ে গেছে যেমন  কেরালা, সিকিম, হরিদ্বার অন্ধ্রপ্রদেশ, গুজরাট এছাড়াও আরও বিভিন্ন জায়গাতেও তবে এই শিবমূর্তি স্থাপিত এলাকা গুলিতে পর্যটক – এর সংখ্যা কিন্তু বেশ বেড়েছে বলেই অনুমান ।

উল্লেখ্য শুধুমাত্র হিন্দুরাই নয় বিশ্বের বিভিন্ন জাতির মানুষরাও কিন্তু এই মূর্তি দর্শনে আসছেন  জাতিভেদ বৈষম্য দূরে সরিয়ে কিন্তু সকলেই এই বিশাল উচ্চতার শিবমূতির দর্শনার্থী ।

This post published by shreyashi saha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 11 =