Calcutta time : পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যে পিএসসি তথা পাবলিক সার্ভিস কমিশন দ্বারা প্রতিনিয়িত নানান কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে থাকে, তাদের মতোই একটি উল্লেখযোগ্য নিয়োগ এটি। এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকোনো প্রার্থী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। মাসিক উচ্চ বেতনের এই দুর্দান্ত চাকরি হাতছাড়া না করতে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি, নিচে আলোচনা করা হলো।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন,
1. সবার প্রথমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে
2. সেক্ষেত্রে বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
3. সঙ্গে প্রাথমিক কিছু তথ্য যেমন, নাম, জন্মতারিখ, জেন্ডার, বাবার নাম এবং মায়ের নাম ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
4. এবার আপনার মোবাইল নম্বর তথা ইমেল আইডি তে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
5. এগুলি দিয়ে এবার লগইন করে নিন। এবং আরো কিছু তথ্য যেমন, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
6. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করবেন এক এক করে।
7. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
5. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে রাজ্যের বিখ্যাত পাবলিক সার্ভিস কমিশন তথা পিএসসি এর মাধ্যমে এই নিয়োগ পরিচালিত হচ্ছে। এর মধ্য দিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সে কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 36 বছরের মধ্যে যেকেউ আবেদনযোগ্য। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে। চাকরিতে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন 40,500/- টাকা।
আবেদনের সময়সীমা: আগামী 07/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
Official website – https://wbpsc.gov.in/