করোনায় মাস্ক ছাড়াই বার্থডে পার্টি বোল্টের। ক্যালকাটা টাইম : এবার বিদ্যুৎ মানব কে ও ছাড়লোনা করোনাভাইরাস । বিগত ২১ শে আগস্ট বিদ্যুৎ মানব বোল্টের 34 তম জন্মদিন ছিল। তিনি জ্যামাইকাতে জন্মদিন পালন করেছেন । সেখানে উপস্থিত ছিল ক্রিস গেইলের মতোো তারকা ক্রিকেটাররাও।সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় একটি ভিডিওতে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব সুরক্ষা করে কারোর মুখে মাক্স নেই এর মধ্যেই করোনার মাঝে সমাগম।
করোনার মাঝেই তার জন্মদিনের পার্টি ছিল যেখানে সামাজিক দূরত্ব মনে হচ্ছিল না, কারো মুখে মাস্ক ছিলনা। আর তারপরেই মরণ ভাইরাসে আক্রান্ত হন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। আপাতত তিনি নিজেকে সেল্ফ আইসোলেশন এ রেখেছেন এবং টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। গত শনিবার বোল্টের কোভিদ নাইনটিন পরীক্ষা করা হয় সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে তাই বর্তমানে সেল্ফ আইসোলেশন এর রেখেছেন তিনি নিজেকে একটি ভিডিও বার্তায় ভক্তদের জানিয়েছেন তিনি, করোনার মাঝে বার্থডে সেলিব্রেট করায় তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা।