নমস্কার শুরু করছি অঘ্রাণ 4 তারিখ এবং ইংরেজি 20 নভেম্বর শুক্রবার এর রাশিফল। জ্যোতিষ শাস্ত্রে শ্রী আনন্দ মহারাজের টোটকা
মেষ রাশি : আজকের দিনেপরীক্ষায় সাফল্য আসবে।
বৃষ রাশি : আজকের দিনে এই রাশির জাতক-জাতিকাদের মনে কোন শান্তি থাকবে না।
মিথুন রাশি : রাশির জাতক-জাতিকাদের চাকরির সম্ভাবনা থাকবে।
কর্কট রাশি : বন্ধু বাড়বে জীবনে আজকের দিনে বন্ধু সংখ্যা বাড়বে, নতুন বন্ধু হতে পারে।
সিংহ রাশি : দুর্ঘটনা যোগ, জাতক-জাতিকারা দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন
কন্যা রাশি : জাতক-জাতিকাদের প্রেমের কিছু সমস্যা আসতে পারে, সম্পর্ক কে গুরুত্ব দিন।
তুলা রাশি : জাতক-জাতিকাদের আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। সাবধানে থাকুন,
বৃশ্চিক রাশি : জাতক-জাতিকাদের অস্ত্রোপচারে সাফল্য আসবে।
ধনু রাশি : জাতক-জাতিকাদের বিজ্ঞানীদের সাইন্টিস্ট তাদের পক্ষে আজকের দিনটি শুভ।
মকর রাশি : মকর রাশির জাতক-জাতিকাদের উদ্বেগ বৃদ্ধি হবে।
কুম্ভ রাশি : আজকের দিনে সহযোগিতা লাভ, কারো থেকে সহযোগিতা পাবেন।
মিন রাশি : জাতক-জাতিকাদের মনে মনে নিরানন্দ থাকবে। আনন্দ থাকবে না
ষষ্ঠী থাকবে রাত্রি 1.57 মিনিট পর্যন্ত। আর শুভ কর্ম কর্ম আছে সকাল সকাল 6 থেকে দুটো 29 পর্যন্ত