সুশান্ত ক্যাসে নয়া মোড়, ময়নাতদন্তের রিপোর্ট।

ক্যালকাটা টাইম :  সুশান্ত এর মৃত্যুর কিছুদিন আগেই তার এক্স ম্যানেজার দিশা মৃত্যু হয়। ভিসার ময়নাতদন্তের রিপোর্ট আসতেই সুশান্ত কেসে নয়া মোড় ময়না তদন্তের রিপোর্টে আছে দিশার মৃত্যুর পর তার নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। এই তথ্যের সমর্থনে দিশার ময়নাতদন্তের রিপোর্টের কিছু অংশ ভাইরাল হয়েছে। এরই পরে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতেে শুরু করে নগ্নন দেহ উদ্ধার হবার পরও কিভাবে মুম্বাই পুলিশ এটিকে আত্মহত্যা বলছে। যদিও মুম্বাই পুলিশের এক আধিকারিক মুম্বাই মিরর কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন  নগ্ন দেহ উদ্ধার হয়নি তাদের কাপড় ছিল।

এদিকে দিশার বাবা সতীশ সালিয়ান এক সাক্ষাৎকারে বলেন সংবাদমাধ্যমের বাক-সধীনতা রয়েছে মানে যা খুশি তাই বলতে পারেনা আ। ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না পুলিশ যা বলার তাই বলছে। আমাদের ময়নাতদন্তের রিপোর্ট দেখানো হয়েছে। আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না ওর ধর্ষণ হয়নি, মুম্বাই পুলিশের উপর আমাদের ভরসা আছে। আমার মৃত মেয়ের সম্মান হানির চেষ্টা চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =