অপেক্ষার অবসান। সোমবার একটি ব্যাঙ্কোয়েটে Sudipta ও soumya সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। কপালে চন্দন, পরনে লাল বেনারসি, সোনার গয়না—আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিলেন ‘সোহাগ জল’ সিরিয়ালের বেণী বৌদি। শেষ কয়েক মাস ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল তুঙ্গে, শুটিং ফটোশুটেই সমস্ত নিয়ে বেশ ব্যস্তই থাকতো সুদীপ্ত, দিনে চার হাত এক হল। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে দীর্ঘ দিনের প্রেম তাঁর। বিয়ের মেনুতেও যে বাঙালি ছোঁয়া থাকবে, সেই আভাস আগেই দিয়েছিলেন সুদীপ্তা। হলও তেমনটাই। পোলাও, নানা রকমের মাছ থেকে মাটন— সবই ছিল বিয়েবাড়ির খাবার তালিকায়। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন টলিপাড়ার অনেকে তাঁর সহ-অভিনেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন নায়িকা দীর্ঘদিন ধরেই সৌম্য বক্সীর সঙ্গে প্রেম করছেন সুদীপ্তা। তাঁদের অনেকদিন ধরেই একসঙ্গে দেখা যেত। কিন্তু, সেই সময় প্রেমের খবরে সিলমোহর দেননি তাঁরা। অনেক পরে বিষয়টি ফাঁস করেছেন অভিনেত্রী।
তারপর অভিনেত্রী সুদীপ্তা এও জানিয়েছিলেন যে তাঁরা প্রথম থেকেই নিশ্চিত ছিলেন, তারা দুজনে দুজনকে ই বিয়ে করবেন। করোনা মহামারীর জেরে অতীতে তাঁদের বিয়ে পিছিয়ে গিয়েছিল। অবশেষে গাঁটছড়া বাঁধলেন সুদীপ্তা ও সৌম্য