ক্যালকাটা টাইম : চলে গেলেন ফুটবলের রাজপুত্র, দিয়েগো আর্মন্দ মারাদনা। ফুটবলের ম্যাজিশিয়ান চলে গেলেন চির নিদ্রায়। গোটা দুনিয়া শোকস্তব্ধ।
কয়েকদিন আগে তিনি হাসপাতালে ছিলেন তাকে পর্যবেক্ষণে রেখেছিল চিকিৎসকরা,দু সপ্তাহ আগেই অস্ত্রোপাচার হয়েছিল ফুটবলের রাজপুত্র এর। আর্জেন্টাইন তারকা সেখানে ব্রেন থেকে ক্লট বার করা হয়েছিল। তারপর তিনি সোশ্যাল মিডিয়া জানিয়েছিলেন তিনি ভালো আছেন। কিন্তু তিনি সকলকে ছেড়ে চলে যাবে আচমকা কেউ ভাবতে পারেনি। মাত্র 7 বছর বয়সে মারা গেলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা।
সবথেকে বড় কথা মারাদনা যে আর নেই সেই খবরটি প্রকাশ করতে গিয়ে হাত কেপেছে তাবর ক্রীড়া সাংবাদিকদের। তার চলে যাওয়ার খবর প্রথম প্রকাশিত হয় আর্জেন্টিনার সংবাদমাধ্যমে ,তারপর এই মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুঃসংবাদ। গোটা বিশ্বে মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল।