ক্যালকাটা টাইম : বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর পর সিবিআই জেরা শুরু করেছিল রিয়া চক্রবর্তীর। রিয়াই সুশান্ত সিং রাজপুত এর সর্বশেষ প্রেমিকা ছিলেন। সুশান্তের বাবা ও পরিবার অভিনেতার মৃত্যুর জন্য রিয়াকে দায়ি করেছিলেন। সুশান্তের টাকা হাতিয়ে নেওয়ার মত অভিযোগও করা হয়েছিল। তবে সিবিআই জেরায় সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনও যোগ পায়নি। এমনকি রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা চুরির যে অভিযোগ ছিল, তাও খারিজ করে দেওয়া হয়। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা নেননি রিয়া।
সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করা হয়েছিল মাদক যোগের কারণে। এনসিবি রিয়াকে গ্রেফতার করে। রিয়ার ভাই শৌভিককেও গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার হয়। এর পর বহুবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। অবশেষে আজ রিয়াকে জামিন দেওয়া হলেও রাখা হয়েছে একগুচ্ছ শর্ত।
প্রথমত ১ লক্ষ টাকার বন্ডে সই করতে হয়েছে তাঁকে। দুই, আগামী ১০ দিন টানা হাজিরা দিতে হবে আদালতে। তিন, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এমনকি মুম্বইয়ের বাইরে যাওয়ারও অনুমতি নেই। চার, পাসপোর্ট জমা রাখতে হয়েছে তাঁকে। পাঁচ, সুশান্ত মৃত্যু ও ড্রাগ কেসের সঙ্গে যুক্ত কোনও সাক্ষীর সঙ্গে দেখা করতে পারবেন না রিয়া। অতএব আপাতত ছাড়া পেলেও অনেকটা গৃহবন্দি অবস্থাতেই থাকতে হবে তাঁকে। যতদিন না আদালত নতুন কোনও রায় জানাচ্ছে, ততদিন এভাবেই কাটাতে হবে রিয়াকে।
রিয়া চক্রবর্তী কে NCB জেরার মুখে পড়ে অনেকের নামে মুখ খুলেছে । রিয়া নয় বলিউডের অনেককেই জেরা করেছে এনসিবি। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রাকুল প্রীত সিং সহ অনেককেই জেরা করা হয়। তবে শুধু এই কজনই নয়। গোটা বলিউডেই জাল বিছিয়েছে মাদক চক্র। অনেক অভিনেতা-অভিনেত্রীই জড়িত এই চক্রের সঙ্গে। তাঁদের সকলকেই জেরা করবে এনসিবি। বলিউডের মাদক চক্রকে আটকাতে বহুদিন ধরেই চেষ্টা চলছিল। এবার সেই কেসে অনেকটাই এগোতে পেরেছে এনসিবি। চক্রের এক পান্ডাকে গ্রেফতারও করা হয়েছে।