ক্যালকাটা টাইম : রিপাবলিক টিভি নাম কে না জানে জনপ্রিয় একটি টিভি চ্যানেল স্যাটেলাইট চ্যানেল, রিপাবলিক টিভি তার বিরুদ্ধে এবার টাকা দিয়ে টিআরপি কেনার অভিযোগ আনল মুম্বাই পুলিশ, সত্যিই কি তাই নাকি শি ব সেনা প্রমুখ উদ্যোগ ঠাকুরের প্ল্যান এসব।করণা আবহে খবরের চ্যানেল গুলি মানুষের ভরসা কেন্দ্র হয়ে উঠেছিল, দেশ-দুনিয়ার খবর পাঠক ও দর্শকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর ছিলেন সংবাদকর্মীরা এবং সংবাদমাধ্যম।
রিপাবলিক টিভি প্রধান অনুষ্ঠানের সঞ্চালক অর্ণব গোস্বামী বারবার এমনই কথা বলেন উল্টোদিকের যে কোন ব্যক্তি ঘাবড়ে যেতে বাধ্য।তার সাংবাদিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন তবে অন্যকে ভাতার চ্যানেল বা অনুষ্ঠান প্রবাহকে আজ পর্যন্ত কেউ আটকাতে পারেনি। অর্ণব এবং রিপাবলিক টিভি বাজার গরম চলছে তো চলছে রমরমিয়ে, negative publicity is also publicity, এই তত্ত্বে বিশ্বাসী অর্ণব গোস্বামী কিন্তু দেশের মানুষের জন্য গলা ফাটান অর্ণব গোস্বামী চ্যানেলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলে মুম্বাই পুলিশ, অভিযোগ টাকা দিয়ে টিআরপি কিনছে রিপাবলিক টিভি।রিপাবলিক টিভি টিআরপি অস্বাভাবিক লাভ বার্কের আধিকারিকদের সন্দেহের কারণ হয়েছে, বার্কের কোন বেআইনি কাজের সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
সত্যি কি অভিযোগ নাকি শিবসেনার সাজিশ। সুশান্ত মৃত্যুকে নিয়ে মুম্বাই সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন অর্ণব এবং তার চ্যানেল তারপর কঙ্গনা যোগ দেয় অন্যদের সাথে এতে আরো ক্ষিপ্ত মুম্বাই সরকার। মুম্বাই সরকার এর আগেও বহু চেষ্টা করেছে রিপাবলিক টিভি বন্ধ করতে ফোন করে কেবল অপারেটরদের ভয় দেখিয়ে ছিলেন। আজ মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন তিনি জানিয়েছেন অংশ নামে একটি সংস্থা রিপাবলিক টিভি এছাড়াও দুটি স্থানীয় চ্যানেলকে এমন বেআইনি কাজ করতে পূর্ণ সহায়তা করছে পুলিশ জানিয়েছে রিপাবলিক টিভি, ফক্ত মারাঠি, এবং বক্স সিনেমা এই তিনটি চ্যানেল এরকম কাজ করছে, পুরা মুম্বাইতে 2000 ব্যারোমিটার বসানো হয়েছে। টিআরপি কারসাজি করার জন্য কয়েকজন বাড়ি বাড়ি ঘুরে মানুষের হাতে টাকা তুলে দিয়েছে যাতে তারা অনবরত রিপাবলিক টিভি চালিয়ে রাখেন। হংস নামের সংস্থা এইসব চ্যানেলগুলিতে সাহায্য করছে বলে দাবি মুম্বাই পুলিশের।