ক্যালকাটা টাইম  :   রিপাবলিক টিভি এডিটর অর্ণব গোস্বামী কে গ্রেপ্তার কোরলো মুম্বাই পুলিশ। তাও আবার সকাল ছটার সময় তার বাড়িতে গিয়ে। মুম্বাই পুলিশের কিসের এত তাড়া যে সকাল সকাল ?2018 সালের টি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাতেই অন্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সকালে অর্নবের বাড়িতে হানা দেয় মুম্বাই , রায়গর পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয় তাকে টানতে টানতে গাড়িতে উঠানো হয়।

সংবাদ সংস্থা এএনআই খবর অনুযায়ী,পুলিশের বিরুদ্ধে তাকে টানা হেচরা করা এবং খারাপ আচরণ করার, অভিযোগ এনেছে অন্য গোস্বামী। এবং রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক।প্রাথমিক পাওয়া তথ্যে জানা গেছে 2018 সালে এক ইন্টেরিয়ার ডিজাইনার এবং তার মা আত্মহত্যা করেছিলেন। অনুপ গোস্বামী তাদের 83 লক্ষ টাকা মেয়েটার নেই বলে ওই ডিজাইনারের অভিযোগ সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রিপাবলিক টিভি এডিটর কে।

কিন্তু সব থেকে আশ্চর্যজনক ঘটনা । সেই কেস বন্ধ হয়ে গেছিল, আজ থেকে প্রায় অনেকদিন আগে।ওই মামলা তদন্ত বন্ধ হয়ে গেলেও চলতি বছরের শেষে ফের এই মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

Image source : Google

অর্ণব গোস্বামী গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার,,ইতিমধ্যে কঙ্গনা রানাওয়াত ও একটি ভিডিও প্রকাশ করেছেন। এবং তীব্র নিন্দা জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অন্যদের ফ্যানদের মুম্বাই সরকারের উপর ক্ষোভ দেখা দিয়েছে। গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর। ইউনিয়ন মিনিস্টার রবিশঙ্কর প্রসাদবলেছেন এটি নিন্দনীয় অযৌতিক দুশ্চিন্তার বিষয়।বিজেপি নেতা জয় পান্ডা পুলিশের সমালোচনা করেছেন এছাড়াও স্মৃতি ইরানি ও ক্ষোভ প্রকাশ করেছেন।

রিপাবলিক ওয়ার্ল্ড এবং রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক এবং মুম্বাইয়ের মহারাষ্ট্র সরকার শিবসেনার সাথে অন্য বহুদিন ধরেই সংঘাত চলছিল। অভিনেতা সুশান্ত মৃত্যুর পর থেকেই সংঘাত আরো বেড়ে যায়। তারপর কঙ্গনা অন্যদিকে আর মহারাষ্ট্র সরকার একদিকে এরকম হয়ে যায়।এর আগে সেপ্টেম্বর মাসের টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি বাড়ানোর জন্য বোস্তামীর চ্যানেলের বিরুদ্ধে। যদিও বা অন্য গোস্বামী এই জালিয়াতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে পুলিশকে ক্ষমা চাইতে বলেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 9 =