গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্যান্ড ও পপ ভারতে তার নতুন এই সিরিজের স্মার্টফোন অপ লঞ্চ করেছে । 10 ই জুন থেকে এর বিক্রি শুরু হয়ে গেছে এই ফোনটি অনেক দুর্দান্ত অফার এর সাথে রয়েছে।

ডিজাইন এবং ডিসপ্লের কথা বলতে হলে এই ফোনটি 6. 22 ইঞ্চির ওয়াটার ড্রপ আই সুরক্ষার স্ক্রীন ব্যবহার করা হয়েছে এবং এছাড়াও রয়েছে ব্লু লাইট ফিল্টার ইউজারের চোখের চাপ হ্রাস করার পাশাপাশি দৃষ্টিশক্তির রক্ষা করে এই ফোনের প্রস্থ 8.3mm এর ওজন 165 গ্রাম এই ফোনটি ডায়মন্ড ব্লেজ ডিজাইন এর সাথেই তৈরি করা হয়েছে এই ফোনটি নীল এবং কালো দুটি রঙে উপলব্ধ।

এবার এই ফোনটির ক্যামেরা সম্পর্কে কথা বলা যাক এই ফোনটিতে রেয়ার ক্যামেরা আছে যার প্রাইমারি ক্যামেরাটি 13mp এবং অন্যটি 2mp সেলফি ক্যামেরা 5mp এই ফোনটিতে 6x জুম হয়

দামের কথায় আসা যাক এই দুর্দান্ত ফোনের 3gb প্লাস 32gb দাম 9990 টাকা এবং 4 +64 জিবি চৌষট্টি জিবির দাম 11490 টাকা।।।।

যদি আপনি 21 শে জুনের মধ্যে ফোনটি কেনেন তাহলে আপনি সমাসের বর্ধিত গ্যারান্টি ও পেতে পারেন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 6 =