UGC / University grants commission rules for exam , open book exam rules

0
556

ক্যালকাটা টাইম : মাসের প্রথম তারিখ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আজ সকাল বেলায় বিভিন্ন কলেজে কলেজে পরীক্ষা হল তৃতীয় বর্ষের।

কলেজের ওয়েবসাইটে ঠিক সাড়ে এগারোটার সময় কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়, এরপর এ ফোর পেপারে সেখানে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ও সাবজেক্ট  লিখে লেখা শুরু করতে হয় । নিয়ম অনুসারে কলেজের পক্ষ থেকে জেনারেল এর জন্য একটি ইমেইল আইডির ব্যবস্থা করা  ও অনার্স স্টুডেন্টদের জন্য আরেকটি ইমেইল আইডির ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষা দেওয়ার জন্য টাইম দেওয়া হয় ঠিক দু’ঘণ্টা তথা বারোটা থেকে ঠিক দুটো পর্যন্ত এবং জমা দেওয়ার জন্য টাইম দেয়া হয় ঠিক এক ঘণ্টা দুটো থেকে তিনটে পর্যন্ত কলেজ ওয়েবসাইট বা কলেজের গ্রুপে জিমেইল আইডি গুলো দেয়া হয়েছে সেই ইমেইল আইডির মাধ্যমে এই পেপার গুলো জমা করতে হবে পিডিএফ করে / তথা পেপার গুলি পিডিএফ করে ইমেইল আইডির মাধ্যমে পাঠাতে হবে, কারো যদি ইন্টারনেট প্রবলেম বা কোনো যান্ত্রিক প্রক্রিয়া থেকে থাকে তাহলে তারা একটি খামের মধ্যে করে কলেজে 24 ঘণ্টার মধ্যে জমা করতে পারে

যে পেপারগুলোতে লেখা হয়েছে সেই পেপার গুলি পিডিএফ করে পাঠাতে হবে। ইমেইলের মাধ্যমে পিডিএফ এর জন্য আপনি ব্যবহার করতে পারেন গুগল প্লে স্টোর থেকে দেওয়া বিভিন্ন অ্যাপ্লিকেশন, আপনার লিখিত পেপার গুলির সাথে ,আপনার এডমিট পিডিএফ করে পাঠাতে হবে।

বর্তমানে 18 তারিখের মধ্যে রেজাল্ট ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করার কথা বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − six =