পল্লবী ভাওয়াল : এই গরমে ত্বকের অতিরিক্ত তেল দূর করতে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ঘরোয়া জিনিস। যেমন মুলতানি মাটি। এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। যা ত্বকের তেল বেরোনো নিয়ন্ত্রণে রাখে।

১) মুলতানি মাটি – ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করতে অনেকেই এই মাটি ব্যবহার করেন। এক চামচ গোলাপ জল, মধুর সঙ্গে সামান্য পরিমাণা মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগাতে হবে। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

২) অ্যালোভেরা – অ্যালোভেরা এখন সহজেই পাওয়া যায়। এতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান আছে। প্রতিদিন ব্যবহারে ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয়। অ্যালোভেরার রস প্রতিদিন মুখে লাগিয়ে রাখা যেতে পারে।

৩) টোম্যাটো –  টোম্যাটো রয়েছে ভরপুর ভিটামিন B, অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম। যার প্রত্যেকটি উপাদান ত্বকের জন্য উপকারী। টোম্যাটোর সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখা যেতে পারে। ১০ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

৪) ডিমের সাদা অংশ –  ডিমের সাদা অংশ তৈলাক্ত ত্বকের জন্য উপকারী। ত্বক থেকে নোংরা দূর করে। ব্রণ বা ত্বকের অন্য কোনও দাগ দূর করতে পারে।

একটা ডিমের সাদা অংশ আগে ভালো করে ফ্যাটাতে হবে। এরপর তাতে দিতে হবে এক চা চামচ লেবুর রস। নিয়মিত ব্যবহারে মিলবে ফল।

৫) কফি – ত্বকের তেলতেল ভাব নির্মূল করে কফি। এক চামচ কফির সঙ্গে হলুদ গুঁড়ো, এক চামচ গুঁড়ো দুধ মিশিয়ে, ওই মিশ্রণ মাখা যায় মুখে। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 9 =