Calcutta time : মা হতে চলেছেন নুসরত। ইতিমধ্যে টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে সেই খবর। নুসরত ৬ মাসের অন্তঃসত্ত্বা। খবর ছড়িয়ে পড়ার পরই বারবার সংবাদ মাধ্যমের ফোন গিয়েছে নিখিল জৈনের কাছে। কিন্তু নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা নেই নিখিলের। অবশেষে গোটা ঘটনা নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেলেন নিখিল।

নিখিল জানায় , ” ওর জীবন নিয়ে আমার কোনও মতামত নেই। ও এখন আর আমার জীবনে নেই, আর কখনও থাকবেও না। গত ৭ মাস ধরে আমি আর নুসরত আলাদা থাকছি, SOS- কলকাতা ছবির সময় থেকেই আলাদা। কারণটা আপনারা সবাই জানেন।”

নিখিল আরও জানান, ”খুব শীঘ্রই আমাদের আইনি বিচ্ছেদ হবে। ওর জীবনে কী চলছে? ও কার সঙ্গে থাকছে? বাচ্চাটা কার? তা নিয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই। তবে বাচ্চাটা যে আমার নয়, তা নিশ্চিত।” এছাড়াও তিনি জানান, ”আমি একজন সাধারণ মানুষ, আমার পারিবারিক ঐতিহ্য, মূল্যবোধ রয়েছে। প্রতারণা, বিশ্বাসঘাতকতা আমার পরিবারের অভিধানে নেই। আমরা চিরকালের জন্য আলাদা হয়ে গিয়েছি।” সবশেষে নিখিলের কথায়, ”ও যাঁর সঙ্গে থাকছে, তাঁর সঙ্গে ভালো থাকুক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।”

শেষবার নিখিল জৈন গত ১৯শেনভেম্বর স্ত্রী নুসরতসহ গোটা পরিবারের একটি ছবি পোস্ট করেছিলেন। তারপর থেকেই তাদের আর দেখা যায়নি একসাথে।

উল্লেখ্য,  এবছর শুরুর দিকে যশ নুসরতের একসাথে রাজস্থান যাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here