West Bengal : বড় খবর লক্ষীর ভান্ডারে মহিলাদের একাউন্টে কথামতো 500 টাকার পরিবর্তে হাজার 1000 টাকা করে ঢুকতে শুরু করেছে
পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা ৫০০ টাকা করে পাচ্ছিলেন তাদের জন্য এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে অবশেষে প্রকল্পে বরাদ্দকৃত এক হাজার টাকা মহিলাদের একাউন্টে ঢুকতে শুরু করেছে। যারা এতদিন পর্যন্ত ৫০০ টাকা করে পাচ্ছিলেন তাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে গত মাসে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল 500 টাকা করে যারা পাচ্ছেন তারা একটি নথি জমা করলেই পরের মাস থেকে এক হাজার টাকা করে পাবেন, এই নির্দেশিকার পর অনেক মহিলারাই সেই নথি জমা করেছিলেন আর যে সমস্ত মহিলারা নথি জমা করেছিলেন তাদের মধ্যে ৯০ শতাংশ মহিলার এই মাস অর্থাৎ আগস্ট থেকে ৫০০ টাকার বদলে এক হাজার টাকা করে পাচ্ছে
কিন্তু এর মধ্যে অনেক মহিলাই নথি জমা করার পরও ৫০০ টাকায় পাচ্ছে, কারণ তাদের নথিটি কোন কারণবশত এখনো লক্ষীর ভান্ডার অ্যাকাউন্টের সাথে যুক্ত করা সম্ভব হয়নি। অনেক ক্যান্ডিডেট বা অনেক মহিলা সেই জন্য সমস্ত কাজ একসাথে করা তো সম্ভব না সেই কারণে
এই কাজটি সম্পন্ন হলে পরের মাস থেকে ওই মহিলারা ৫০০ টাকার বদলে ১০০০ টাকা করেই পাবে। আর যারা এখনো করেননি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে নথি টি খুব শীঘ্রই যেন জমা করে দেয় এই সুযোগ বা সুবিধাটি বর্তমানে তারাই পারছে যারা তপশিলি জাতি বা উপজাতির অন্তর্গত কিন্তু কোন কারনে তাদের আগের তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র এখনো যদি জমা না করে থাকেন তাহলে অবশ্যই জমা করে দেবেন। তাহলে পরের মাস থেকেও আপনারা ৫০০ টাকার বদলে ১০০০ টাকা করে পাবেন।