ক্যালকাটা টাইম : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণের অভিযোগ নিয়ে তোলপাড় বলিউড, গোটা বলিউড জুড়ে নেপোটিজম এর ঝড় রানাঘাট থেকে সনুনীগম ববি দেওয়াল একের পর এক অভিনেতা গায়ক মুখ খুলতে শুরু করেছে শুধু বলিউড নয় টলিউড খুলতে শুরু করেছে অনেকে আর মুখ খুলছে মুম্বাই ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বড় মাথার বিরুদ্ধে। আর এই উত্তেজনার মুহুর্তে মুখ খুললেন অভিষেক বচ্চন,
মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে হয়েও কিভাবে একের পর এক পরিচালক-প্রযোজক ফিরিয়ে দিয়েছে তা নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন রাকেশ পরিচালিত সমঝোতা এক্সপ্রেস দিয়েই বলিউডের শুরু হয় তার কিন্তু রাকেশ এবং তার ছবির দায়িত্ব প্রযোজক নিতে চাননি তাদের ফিরিয়ে দেন একাধিক পরিচালক এরপর সাথে দেখা করতে এসে জেপি দত্তের মুখোমুখি হন অভিষেক বচ্চন সেখানেই তাল্লুক দেখে পছন্দ হয়ে যায় একটি ছবির জন্য যে প্রদত্ত নতুন মুখের সন্ধানে ছিলেন ফলে তাকে পছন্দ হয় 2000 সালে যে ধরেই বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন এবং কারিনা কাপুর খান।।।
বলিউডে ভাত খান কাপুর জোহার বিরুদ্ধেও যখন অভিযোগ উঠেছে একের পর এক সময় বিগবি’র ছেলে হয়েও কিভাবে একের পর এক পরিচালক-প্রযোজক ফিরিয়ে দেয় সেই তথ্য সামনে এনে স্বজনপোষণের অভিযোগ কিছুটা ব্যাকফুটে ফেলে দিলে অভিষেক বচ্চনকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।ইতিমধ্যেই করণ জোহর থেকে শুরু করে আলিয়া ভাট অনেকের ইনস্টাগ্রামে ফলোয়ার কমে গেছে, এবং সোশ্যাল মিডিয়ায় বহু পোস্ট হচ্ছে তাদেরকে ঘিরে