তাহলে কি আবার শুরু হবে টিকটক ? আবার কি দেখা যাবে টিকটক স্টার দের ?
ক্যালকাটা টাইম : ভারত চীনের যুদ্ধের পর ভারতে টিকটক বন্ধ করে দেয়া হয়েছে। শুধু টিকটক কিনা টিকটক সহ আরও 106 টি চায়না অ্যাপ বন্ধ করে দেয়া হয়েছে। এতে ক্ষতির মুখে পড়তে হয়েছে চিনা সংস্থা বাইটডান্স কে।। অবশেষে আমেরিকাসহ একাধিক দেশে টিকটকের মালিকানা কিনে নিতে চলেছে মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট কোম্পানি।
সোমবার জল্পনায় জল ঢেলে মাইক্রোসফট এর পক্ষ থেকে জানানো হয় আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে চিনা সংস্থা থেকে ticktok মালিকানা নিয়ে চুক্তি হতে চলেছে এই চুক্তি হয়ে গেলে আমেরিকা ,অস্ট্রেলিয়া, কানাডা নিউজিল্যান্ড এর মতো দেশগুলোতে ticktok মালিকানা microsoft-এর হাতে চলে যাবে ,জানা যাচ্ছে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যেই Bytedance থেকে আমেরিকাসহ একাধিক দেশের টিকটকের মালিকানা কিনে নিতে চলেছে বিশ্বের বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা Microsoft, সম্প্রীতি আমেরিকাতেও এই অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে, তার আগে জল্পনা চলছিল, মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরই Microsoft – ticktok কিনে নিচ্ছে এই খবর সামনে আসে।