calcutta time  :   marvel  v/s DC সবথেকেবড় মুভি আসতে চলেছে , তোমাদের মার্বেল প্রেস কনফারেন্সে জানিয়েছে, তারা ডিসির সাথে একসাথে কাজ করবে। এছাড়া মার্বেলের সবথেকে বড় মুভি দ্য নিউ অ্যাভেঞ্জার খুব শিগগিরই সিনেমা হলগুলোতে মুক্তি পাবে।

Image source : internet

এই মুভিতে নতুন অ্যাভেঞ্জার এবং ভিলেন হিসেবে আছে থ্যানোস এর পুত্র , ডিসি ইতিমধ্যেই তাদের সবথেকে বড় ফিল্ম জাস্টিস লিগ পার্ট টু এর শুটিং শেষ করেছে 2021 এ ডিসেম্বর মাসে এই মুভি মুক্তি পেতে চলেছে , যেখানে গৃন্নিং খানের সব থেকে বড় শত্রু প্যারালাইসিস ও তার সেনা ভিলেন হিসেবে থাকবে

ইতিমধ্যে প্রেস কনফারেন্সে ডিসি এবং মার্ভেল জানিয়েছে তাদের সবথেকে বড় মুভি একসাথে বের হতে চলেছে। মুভির নাম ডিসি ভার্সেস মার্বেল। যেখানে মার্বেলের সমস্ত ক্যারেক্টার এবং ডিসির সমস্ত ক্যারেক্টার উপস্থিত থাকবে। ভিলেন হিসেবে আলাদা করে কেউ থাকবে না এ।এক্স ম্যান ফ্যান্টাস্টিক ফোর এবং দাও ওয়াচম্যান এর মত কিছু ক্যারেক্টার এর মধ্যে যুক্ত হবে এছাড়াও কিক অ্যাস 14 সুপারহিরো থাকবে। এই মুভিতে এছাড়াও, দা বয়েজ ইতিমধ্যেই নেটফ্লিক্সের মুক্তি পাওয়া পপুলার সুপারহিরো যেটিকে আজ ডিসি কোম্পানি কিনে নিল।

মার্ভেল পাওয়ারেঞ্জার ইন্ডাস্ট্রিকে কেনার কথা চলছে 2026 হলিউডের সবথেকে বড় ফিল্ম যেখানে ফিল্ম জগতের সমস্ত সুপারহিরো আসতে চলেছে।

কিন্তু সবথেকে চমক যে জিনিসটি তে থাকছে । সেটি হলো এবার এই ফিল্মে থাকবে বলিউডের হিরো ইন্ডিয়ান সুপারস্টার ।ইন্ডিয়ান সুপারস্টার বাছা হয়েছে কিন্তু এখনো সেই ক্যারেক্টার দুটির নাম ঠিক করা হয়নি সম্ভাবনা আছে হিরো এবং ক্রিস কিংবা জীবন কিন্তু দুঃখের কথা না হৃত্বিক রোশন থাকবে না শাহরুখ খান থাকবে, আলাদা তাছাড়াও সনি প্রোডাকশন, ডিজে প্রোডাকশন, t-series মোটা প্রোডাকশন, যুক্ত থাকবে এবং মার্বেল প্রোডাকশনের সাথে 2026 এ ডি সি এবং মার্বেলের হাত ধরে চলা নতুন মুভি মুক্তি পেতে চলেছে ডিসি ভার্সেস মার্ভেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 12 =