Calcutta time : বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকের সাথে প্রত্যেকেই জড়িত। তাই ফেসবুকের প্রতিষ্ঠাতাকে চেনেন না এমন কেউ নেই। জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ। তবে তাঁর মাসিক ইনকাম জানেন? তাঁর ছোটবেলাই বা কেমন ছিল। জানুন তাহলে
আজ গোটা বিশ্বই এই মানুষটাকে চেনে, আর বর্তমান সময় মার্ক জাকারবার্গ এর নাম বিশ্বের সেরা সব বড়লোকদের নামের তালিকাতে রয়েছে! আর একটা বিষয় হয়তো অনেকেই জানে না যে, মার্ক জাকারবার্গ ফেসবুকের
তাঁর পুরো নাম হলো মার্ক এলিয়ট জাকারবার্গ। মার্ক এর জন্ম ১৪ই মে ১৯৮৪ সালে হোয়াইট প্লেইন্স নিউ ইয়র্কে হয়েছিলো, মার্কের বাবার নাম এ্যাডওয়ার্ড জাকারবার্গ তিনি পেশায় একজন ডেন্টিস্ট! মার্কের মায়ের নাম ক্যারণ তিনি পেশায় একজন সাইক্রাটিস্ট ছিলেন।
মার্ক তার শিক্ষা জীবনটা আর্ডসলি হাই স্কুলে শুরু করেন সেখান থেকে একটা সময় মার্ক ফিলিপস এ্যাকাডেমিতে পড়া শুনার জন্যে চলে যায়, মার্ক পড়াশুনাতে বেশ ভালোই ছিলো তাই ফিলিপস এ্যাকাডেমিতে অনেক পুরস্কার অর্জন করে। কলেজের এ্যাপ্লিকেশনে মার্ক কি লিখেছিলো সেটা আপনি শুনলে অবাক হবেন।
সে ফ্রেঞ্চ-হিবরিউ-ল্যাটিন-ইন্সেন্ট এবং গ্রীক ভাষা বলার পাশাপাশি লিখতেও পারে, আর এসব বুঝিয়ে দেয় যে সে আসলে ঠিক কতোটা ট্যালেন্টেড! মার্কে এই সফলতার আসল রহস্য হলো তার প্রোগ্রামিং আর কম্পিউটার নলেজ, মার্কের বাবা মার্ককে বেসিক প্রোগ্রাম শিখিয়েছিলো।
২০০২ সালে মার্ক হাভার্ড এ ভর্তি হয়, মার্ক এখান থেকে পড়াশুনা শেষ করে ভালো চাকরী করতে পারতো কিন্তু সে সব সময় ভিন্ন ধরণের চিন্তা করতো!
২০০৪ সালের জানুয়ারী মাস থেকেই মার্ক তার নতুন ওয়েবসাইট দ্যা ফেসবুকের জন্যে প্রোগ্রামিং করা শুরু করে দেয়, আর এই ফেসবুকের প্রোগ্রামিং শেষ করে ৪ই ফেব্রুয়ারী ২০০৪ সালে এটা লঞ্চ করা হয়! শুরুতে এটা শুধুই হাভার্ডের ভিতরে ব্যবহার করা হতো।
এবং পরে দ্যা ফেসবুক থেকে ফেসবুক নামকরণ করা হয়, ২০০৪ সালে মার্ক হাভার্ডে পড়াশুনা ছেড়ে দেওয়ার কথা ভাবলো আর কিছু বন্ধুদেরকে নিয়ে একটা অফিসও খুলে ফেলে আর সেই থেকেই ফেসবুক বেশ পপুলার হয়ে যায়, আর এরপর অনেক বড়-বড় কোম্পানী ফেসবুক কিনে নেওয়ার চেষ্টা করে।
এরপর ২০১২ সালে ফেসবুকে ১ বিলিয়ন ইউজার হয়ে যায় এবং এই বছরই ইন্সটাগ্রাম চালু করা হয়।
মার্ক তখনও বুঝতে পেরেছিল ফেসবুকের মতো এটাও লোকেদের কাছে প্রিয় হয়ে যাবে, তাই সে ইন্সটাগ্রাম এবং এর সাথে ওয়াটসএ্যাপও কিনে ফেলে। আর এসবের কারণে আজ মার্ক জ্যুকারবার্গ ৮৫ বিলিয়ন ডলার সম্পত্তির সাথে পৃথিবীর ৪ তম বড়লোক হিসেবে পরিচিত।
উল্লেখ্য, মার্ক ১৯শে মে ২০১২ সালে প্রেসেলা চ্যানকে বিয়ে করে বিয়ের আগে তারা ডেট করেছে বলে জানা যায়, প্রেসেলা আর মার্কের দুটি মেয়ে রয়েছে।