নিজস্ব প্রতিনিধি : 2022 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক সকলে, তবে এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে পরীক্ষা বাতিল হচ্ছে না । যেমন রুটিন ছিল যেমন রুটিনে অফলাইনেই পরীক্ষা হবে,
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য জানুয়ারি মাসের 17 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলার শিক্ষা ক্লাসরুম zee 24 ঘন্টায় দখা যাবে, তবে গত বছরের তুলনায় এবছর করোনা সংক্রমনের হার ঊর্ধ্বমুখী হলেও আগের বছরের তুলনায় এ বছর সামগ্রিক চিত্র টি ততটা খারাপ নয়, ইতিমধ্যেই চলছে 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিন প্রক্রিয়া, তার মাঝখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়ে একাধিক গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি এবছর ও বাতিল মাধ্যমিক উচ্চমাধ্যমিক ?
একদমই না পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এমন টা জানা যাচ্ছিল কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে দুই বোর্ড দুই বোন জানিয়েছে অফলাইনে পরীক্ষা হবে, তার কারণ আগের বছর যেহেতু পরীক্ষা না নিয়ে পাস করানো হয়েছিল বিরাট বিক্ষোভ চলেছিল গোটা রাজ্যে তারপরে কলেজে ভর্তি হতেও নানা রকমের সমস্যা দেখা দিয়েছিল। এ বছর যদি পরীক্ষা বাতিল হয় তাহলে পরপর তিন বছর বাতিল হয়ে যাবে, আর সেটা কেউই চায় না সেই জন্য পরীক্ষা হবে অফলাইনেই