{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Calcutta time : লোকসভা ভোটের 2024 দামামা বেজে গেছে ইতিমধ্যেই। জোর কদমে শুরু হয়ে গেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচার। পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক দল এবং বিরোধী শক্তি হিসেবে এখনো প্রধান দল হচ্ছে বিজেপি। তারপরেই রয়েছে কংগ্রেস বাম এবং আইএসএফ দল। বিগত বিধানসভা ভোটে কংগ্রেস আইএসএম কিছুটা হলেও খাতা খুলতে পেরেছে তাদের।

উল্লেখ্য, তারপরে লোকসভা ভোট ঘোষণা হতে তৃণমূল কংগ্রেস ৪২ আসনে প্রার্থী দেবার পরই বিজেপি এখনো পর্যন্ত চল্লিশটি আসনে প্রার্থী দিয়ে দিয়েছে এবং তার সাথে বাম কংগ্রেস প্রত্যেক আসনে প্রার্থী না দিতে পারলেও বিএস কিছু আসনে প্রার্থী দিয়েছে প্রার্থী দিয়েছে ISF দলও।

ভোটের আগে বিভিন্ন বড় বড় কোম্পানি তারা সমীক্ষা চালায় যে, ভোটের পরে রেজাল্ট- এ কে কয়টি আসন পেতে পারে সেরকমই এবিপি আনন্দ সিএনএক্স ওপেন কিছুদিন আগে সামনে এসেছিল নিউজ ১৮ অপিনিয়ন পর কিছুদিন আগে সামনে এসেছিল এবার ইন্ডিয়া টিভির অপিনিয়র পোল সামনে আসলো, যেখানে দেখা যাচ্ছে ৪২ টার মধ্যে বিজেপি বেশি আসন পাচ্ছে তারপরে রয়েছে তৃণমূল এবং কংগ্রেস একটি আসন পাচ্ছে।

সেখানে দেখা যাচ্ছে BJP – 22 টি Tmc – 19 টি ও Congress- 1 টি বাম কংগ্রেস কোন আসন পাচ্ছে না এমনি দেখানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধীদের যেটা হাতিয়ার হয়েছে সন্দেশখালি, কলকাতায় বেআইনে নির্মাণ, বোগটুই কান্ড, এছাড়াও তৃণমূলের মন্ত্রী নেতারা রয়েছে জেলে কিন্তু রাজনৈতিক বিদ্রা মনে করছে মমতা ব্যানার্জি লড়াকু সৈনিক এবং যেহেতু রাজ্যে শাসক দল রয়েছে বেশিরভাগ বিধায়ক এবং সাংসদ তাদের এবার ভোটে তৃণমূল কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে পারে।

প্রসঙ্গত, এটা শুধুমাত্র ওপেনিয়ন পোল বাস্তবের সাথে নাও মিলতে পারে। 7 দফায় ভোট হবে loksava 2024 (4 ) জুন election result আসল রেজাল্ট কি হয় সেটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =