Calcutta time : অবশেষে বাজল লোকসভা ভোট নির্বাচনের দামামা, আজ অর্থাৎ শুক্রবার দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এবার ভোট হতে চলেছে সাত দফায়। আর এই সাত দফাতেই ভোট হবে বাংলায়। সাথে বাংলার দুটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। ভগবানগোলা এবং বরানগরে উপনির্বাচন হবে।
এবার এই দুই কেন্দ্রের সাথে দেশের মোট ২৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ২০১৯ সালের মতো সাত দফায় এবার লোকসভার ভোট দেশজুড়ে। বাংলার সাথে তিন রাজ্যে সাত দফাতেই ভোটগ্রহণ হবে। বাংলায় সাত দফার ভোটের মধ্যে প্রথম দফার ভোট হবে ১৯শে এপ্রিল। দ্বিতীয় দফা ২৬ শে এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭ ই মে। ১৩ ই মে চতুর্থ দফার ভোট। পঞ্চম দফা ২০ শে মে। ষষ্ঠ দফা ২৫ শে মে। ১ লা জুন সপ্তম তথা শেষ দফার ভোট হবে বাংলায়। বাংলার মতোই সাত দফার ভোট হচ্ছে বিহার ও উত্তর প্রদেশে। ভোট গণনা হবে ৪ ই জুন।
প্রসঙ্গত, বাংলায় ৪২ আসনে ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। এদিন ভোটগ্রহণ হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ।
দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল। ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট লোকসভা কেন্দ্রে।
৭ ই মে তৃতীয় দফার ভোটগ্রহণ। তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।
১৩ ই মে চতুর্থ দফার ভোট। চতুর্থ দফায় বাংলার ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।
২০ শে মে পঞ্চম দফার ভোট। এই দফায় ভোটগ্রহণ হবে সাতটি কেন্দ্রে। লোকসভা কেন্দ্রগুলি হল- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ।
২৫ শে মে ষষ্ঠ দফার ভোট। ষষ্ঠ দফায় আটটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- তমলক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর।
বাংলা তথা দেশে শেষদফার ভোটগ্রহণ হবে ১ লা জুন। শেষ দফায় বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।