Calcutta time : প্রতি মাসে ঠিক কত টাকা রোজগার করেন বিশ্বজয়ী লিওনেল মেসি? এই আর্জেন্টাইন তারকার মাসিক রোজগার কত? দেশ ও ক্লাব থেকেই বা কত সাম্মানিক দেওয়া হয় তাকে ?
বর্তমানে গোটা বিশ্বে অন্যতম জনপ্রিয় ফুটবলার হলেন লিওনেল মেসি। আর তাঁর ঝুলিতে রয়েছে একাধিক বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই বরপুত্র। দেশের হয়ে খেলার পাশাপাশি প্যারিস সাঁ ঝাঁ ক্লাবেও খেলেন এই তারকা ফুটবলার। সব মিলিয়ে কত টাকা রোজগার করেন মেসি?
উল্লেখ্য, জানা গিয়েছে যে, এক মাসে লিওনেল মেসি প্রায় ৫ মিলিয়ন ডলার উপার্জন করেন। ভারতীয় মুদ্রায় এই সংখ্যাটি দাঁড়ায় প্রায় ৪০ কোটির কাছাকাছি। ম্যাচ ফি, বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং তাঁর নিজের ব্যবসা থেকে এই টাকাটা তিনি উপার্জন করেন। এর মাঝে প্যারিস সাঁ জাঁ ক্লাবের পক্ষ থেকে লিওনেল মেসিকে বছরে ৪১ মিলিয়ন ডলার দেওয়া হয়।
সূত্রের খবর, কোনও পণ্যের বিজ্ঞাপন করার জন্য লিওনেল মেসি বছরে ৫-৭ মিলিয়ন ডলার চার্জ করে থাকেন। আর লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬২০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই সংখ্যাটি দাঁড়ায় প্রায় ৪৭০০ কোটির কাছাকাছি।