ক্যালকাটা টাইম  : সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত খুবই একটিভ। কখনো কখনো নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলেন কখনো মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে, মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর এর সাথে তুলনা করেন। এইসব নিয়ে মহারাষ্ট্র সরকার এবং কঙ্গনা রানাউতের যুদ্ধ লেগেই চলেছে। তিনি একটি ফটো পোস্ট করেছেন মেক্সিকো ভ্রমণের একটি পুরনো ছবি হঠাৎ করে পোস্ট করেছেন তিনি। ছবিটিতে সমুদ্রের দিকে তাকিয়ে বসে আছেন নায়িকা এবং পিছনের দিক থেকে তাকে দেখা যাচ্ছে। সমুদ্রের দিকে তিনি বসে আছেন লাল-কালো বিকিনি পড়ে তাঁর পীঠ প্রায় উন্মুক্ত এবং বালির উপর একটি বই রাখা আছে।

কঙ্গনা লিখেছেন : ইনস্টাগ্রামে পোস্ট এর সঙ্গে সঙ্গে নায়িকা লিখেন সুপ্রভাত বন্ধুরা আমার ঘোড়ার মধ্যে যে দেশগুলো সবচেয়ে আকর্ষণীয় তার মধ্যে মেক্সিকো অন্যতম। এই ছবিটি মেক্সিকোর ছোট্ট একটি দ্বীপ টুলুকে তোলা।

 

কিছু নেটিজেনরা কঙ্গনাকে ট্রোল করে এবং আক্রমণ করে কমেন্টে লিখে কেমন সংস্কৃতি, অনেকেই বাজে ভাবে নিচ্ছে জিনিসটাকে, অনেকে মন্তব্য করেছেন নিজেকে ঝাঁসির রানী বলেন এদিকে সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরে ছবি পোস্ট করছেন ওই যে দেখুন ঝাঁসির রানী বিকিনি পড়ে সমুদ্রতটে।
কঙ্গনা ও ভালো জব্দ করেছে এরকম চিন্তাধারার মানুষজনকে : কঙ্গনার লিখেছেন কিছু মানুষ আমার বিকিনি পরা ফটো দেখে ধর্ম ও সংস্কৃতি নিয়ে জ্ঞান দিচ্ছেন, কিন্তু স্বয়ং মা ভৈরবীর যখন খোলা চুলে বসন্ত এক করে রক্ত পান করার বিভঙ্গে সবার সামনে আসেন তখন আপনারা কি বলেন ? কি বলবেন ? ধর্মের পথ অনুসরণ করা ভালো ধরনের পথ অনুসরণ করুন কিন্তু ধর্মের বাবা ,বা ধর্মের দাদা হওয়ার চেষ্টা করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 3 =