পল্লবী ভাওয়াল : প্রায় অনেকেই এখন জয়েন্টের ব্যাথার কারণে পেনকিলার খেয়ে থাকেন। তবে এই পেনকিলার খাওয়া ভালো কি খারাপ জানেন ? এখনই সতর্ক হয়ে যান।
সূত্রের খবর, অস্টিয়োআর্থ্রাইটিস সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তাই সামান্য লক্ষণ দেখা গেলেও তা ঠেকানো ঠিক নয়। এতে রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রসঙ্গত, চিকিৎসকের কথায় বর্তমান সময়ে অস্টিয়োআর্থ্রাইটিসে অনেকেই ভুগছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা সঠিক সময়ে ধরা পড়ে না। ঠিক সময়ে রোগটি ধরা গেলে হাঁটা চলার সমস্যা হয় না। ওষুধ ও সঠিক চিকিৎসার সাহায্যে রোগটি নিয়ন্ত্রণে রাখা যায়।
উল্লেখ্য, সেই সময় হাঁটু আগের সময় ফিরিয়ে আনা একেবারেই সম্ভব হয় না। তখন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ছাড়া অন্য কোন উপায় থাকে না।সবশেষে, ঘন ঘন হাঁটু বা জয়েন্টে ব্যথা হলে হাঁটতে অসুবিধা হলে চিকিৎসকের কাছে যাওয়া ভালো।