।। জগদ্দল উৎসব।। ❤️

বাংলা মানচিত্রে জগদ্দল মানেই চূড়ান্ত অস্থিরতা,বিশৃঙ্খলা,লাঠা-লাঠি এই উদাহরণ থেকে সামনের দিকে এগিয়ে যেতেই জগদ্দল বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যামের উদ্যোগে চলছে জগদ্দল উৎসব।

 

বৃহত্তর জগদ্দলবাসীর কাছে শীতের উপহার স্বরূপ আমরা নিয়ে এলাম উৎসবকে। সকলের প্রাণের,অফুরন্ত ভালোবাসার উৎসব বারে বারে ফিরে এসছে নব নব রূপে, নতুন সাজে,নতুন দিক উন্মোচন করে।

শুরুটা হয়েছিল, শ্রদ্ধেয় গোপীমোহন ঠাকুরের হাত ধরে মা ব্রহ্মময়ীর মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে।সেই ধারাকে অক্ষুন্ন রেখে মায়ের আশীর্বাদকে পাথেয় করে শ্যামনগর তার নিজস্ব ধারায় অতিবাহিত হয়েছে। জগদ্দল পেয়েছে শ্রদ্ধেয় অজয় চক্রবর্তীর মত সঙ্গীতজ্ঞকে,পেয়েছে শ্রী সুব্রত ভট্টাচার্যকে,শ্রদ্ধেয় মুরারী সুরকে, ব্যঙ্গ রস সাহিত্যিক শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে।

বৃহত্তর জগদ্দল অর্থাৎ আতপুর,শ্যামনগর,ভাটপাড়া,কাউগাছি,মামুদপুর,পানপুর,কেউটিয়া সহ বিস্তীর্ণ এলাকাকে চিহ্নিত করে জগদ্দল। সংস্কৃতির প্রাণকেন্দ্র শ্যামনগর, বরাবর সাংস্কৃতিক ধারাকে বজায় রেখে এগিয়ে চলেছে।উপহার দিয়েছে ঈশ্বর প্রদত্ত গুণীজনেদের।

 

শ্যামনগরের শিক্ষা,প্রতিভা,আতপুরের সংস্কৃতিপ্রবণতা ভাটপাড়ার ধর্মজ্ঞাণ,মামুদপুর-পানপুরের কৃষিচেতনা, সমগ্র কাউগাছির কৃষ্টি — সব মিলে এক নতুন রূপ পাওয়ার অপেক্ষায় জগদ্দলবাসী।

 

আমরা যা করতে চলেছিঃ

(১)অনাদরে থাকা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বাসভূমিটিকে সংরক্ষণের ব্যবস্থা

(২)জগদ্দলের গুণীজনেদের সামনের সারিতে এনে প্রকৃত সম্মান ফিরিয়ে দেওয়া

(৩)জগদ্দলের প্রতিভাকে তুলে ধরা

(৪)স্টল প্রদানের মাধ্যমে বিভিন্ন Self-Help গ্রুপকে মর্যাদা ফিরিয়ে দেওয়া

(৫) পাখি মেলা,খাদ্য মেলা,শিল্প মেলা,

আসুন সকলে মিলে প্রাণপ্রিয় জগদ্দলকে ভালোবেসে ভরিয়ে তুলি। ইতিমধ্যেই বেশ কিছু টলিউড বলিউড শিল্পীরা আর্টিস্ট থেকে শুরু করে সংগীত শিল্পীরা মঞ্চে প্রোগ্রাম করেছেন অভিনেতা জিত থেকে শুরু করে, মোনালি ঠাকুর পালক মুর্চল আকাশ, মহিদ দানিস এছাড়াও বহু শিল্পীর পারফরম্যান্স রয়েছে এই উৎসবে

ধন্যবাদ জানাই জগদ্দল উৎসব কমিটির চেয়ারপার্সন সম্মানীয় দীপক লাহিড়ী ও উৎসব কমিটির সভাপতি মাননীয় সোমনাথ শ্যাম মহাশয়কে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 17 =