ক্যালকাটা টাইম : চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো আইপিএল এর টাইটেল স্পন্সর থেকে সরে যাওয়ার পর নতুন স্পন্সরর্শিপ খুলতে শুরু করে দিয়েছে ক মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড। চিলাহাটি এদেশি সংসারের দৌড়ে এবার চলে আসলো রামদেব বাবার পতঞ্জলি।

পতঞ্জলি ভারতে বেশ পরিচিত নাম এবার এই প্রতিষ্ঠানটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এমনই ভাবনা বাবা রামদেবের পতঞ্জলির মুখপাত্র জানিয়েছেন এ বছর আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার কথা ভাবছি তিনি পতাঞ্জলি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চান।ভিভো চলে যাবার পর আইপিএলের টাইটেল স্পন্সর এর দৌড়ে রয়েছেই কমার্স ব্যবস্থা প্রতিষ্ঠার অ্যামাজনে ছাড়াও বাইজু এছাড়াও ড্রিম ইলেভেন ইউ এন একাডেমী মাই সাইকেল ইলেভেন এবং কুকুরের মত বড় সংস্থাগুলিও অ্যামাজন কে টক্কর দিতে পারে বলে মনে করছে একাধিক মহল। এছাড়াও মুকেশ আম্বানির জিও এবং অনিল আম্বানির রিলায়েন্স এগু লো ও আছে দৌড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here