সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন মার্চ মাস থেকে পাকিস্তানী হ্যাকাররা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত সংস্থা গুলি বা বিভাগগুলির তথ্য চুরি করার চেষ্টা চালাচ্ছে এবার চীন ও ঐ পথে।

ক্যালকাটা টাইম :গত পাঁচ দিনে চীনা হ্যাকাররা ভারতের অন্তত 40 হাজার সাইবার হানা চালিয়েছে এমনই দাবি করল মহারাষ্ট্র পুলিশ লাদাখের গণচীন এবং ভারত সোনার মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের পর এই ভারতের সিনা হ্যাকারদের সাইবার হামলার ঘটনা লক্ষণীয়ভাবে বেড়েছে বলে জানাচ্ছে মহারাষ্ট্রের সাইবার সিকিউরিটি সেল।ভারতের পরিকাঠামো তথ্যপ্রযুক্তি ব্যাঙ্কিং পরিষেবা মতো বিভিন্ন ক্ষেত্রে গত কয়েকদিনের সাইবার হামলার ঘটনা দ্রুত বৃদ্ধি পেয়েছে বহু সবমিলিয়ে যে সংখ্যা 40 হাজারের বেশি ছুঁয়েছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সিকিউরিটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ যশস্বী যাদব জানিয়েছেন,গত 4 থেকে 5 দিনের মধ্যে ভারতের সাইবার হামলার ঘটনা লক্ষ্যণীয়ভাবে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে।ব্যাংকিং পরিকাঠামো তথ্যপ্রযুক্তি ক্ষেত্রগুলি নিশানা করছে চীনা হ্যাকাররা অধিকাংশ ক্ষেত্রেই সাইবার আক্রমণ চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংগরু থেকে করা হচ্ছে।

যশস্বী যাদব জানিয়েছেন যে ক্ষেত্রগুলি টার্গেট করা হচ্ছে তাদের পরিষেবা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে নয়তো তাদের আইপি হাইজ্যাক করা হচ্ছে অথবা চুরি করে নেওয়া হচ্ছে এর ফলে ভারত সরকারের সাইবার পরিকাঠামো বিপদের মুখে পড়ছে।সাইবার বিশেষজ্ঞরা আরো জানাচ্ছে মার্চ মাস থেকে পাকিস্তানী হ্যাকাররা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত বিভাগগুলির তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে বহুদিন ধরে তবে পাকিস্তানি ও চীনা হ্যাকারদের মধ্যে যোগ আছে কিনা কোন এখনো প্রশ্ন নয় হানি সিং এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরের গোপন তথ্য চুরি করার চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা।এই পরিস্থিতিতে প্রত্যেকের নিজের সাইবার সুরক্ষা সম্পর্কে আরও সচেতন হওয়ার আবেদন জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে প্রতিষ্ঠান সংস্থাগুলিকে নিজের রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 8 =