অঘ্রান মাসের 11 তারিখ এবং ইংরেজির নভেম্বরের 27 আজকের রাশিফল এবং কি করবেন কি করবেন না।। জ্যোতিষ শাস্ত্রে শ্রী আনন্দ মহারাজ এর টোটকা

মেষ রাশি : আজকের দিনে এই রাশির জাতক-জাতিকারা আত্মগ্লানিতে ভুগবে।

বিষ রাশি : আজকের দিনে এই রাশির জাতক-জাতিকারা আসা অতিরিক্ত ফল লাভ করবে, কাজেই আজকে আপনাদের জন্য ভালো দিন।

মিথুন রাশি : আজকের দিনে এই রাশির জাতক-জাতিকাদের কাছে অনীহা আসবে। কাজ করতে ইচ্ছে করবে না,

কর্কট রাশি : আজকের দিনে আপনার বুদ্ধিভ্রম হতে পারে।

সিংহ রাশি : আজকের দিনে আপনার কর্মে পরিবর্তন হতে পারে।

কন্যা রাশি : এই রাশির জাতক-জাতিকারা চাকরিস্থলে অশান্তি হতে পারে।

তুলা রাশি : আজকের দিনে ভ্রমণে আনন্দ পাবেন।

বৃশ্চিক রাশি : জাতক জাতিকা রা রক্তপাতের আশঙ্কা আজকের দিনে কাটা, ব্যাথা পাবার সম্ভাবনা আছে।

ধনু রাশি : আজকের দিনে মিথ্যা অপবাদে ভুগতে পারেন কেউ আপনার নামে মিথ্যা অপবাদ দিতে পারে। সাবধানে থাকুন।

মকর রাশি : আজকের দিনে রাজনীতিতে সুনাম পাবেন।

কুম্ভ রাশি : আজকের দিনে কর্মে অর্থ ক্ষতি হতে পারে।

মীন রাশি : আজকের দিনে আত্মিয়ের সমাগম হবে।

দ্বাদশী থাকবে আজ 8. 16 পর্যন্ত। আজকে শুভকর্ম সকাল আটটা থেকে 11.25 পর্যন্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =