পৌষ মাসের 11 তারিখ এবং ইংরেজির 27 ডিসেম্বর রবিবারের রাশিফল। এ রাশিফল আমি নক্ষত্র নক্ষত্র দেখে আমি দৈনিক রাশিফল বলি অর্থাৎ আমার এই রাশিফল প্রত্যেকে দেখবেন। দেখলে নিজেরাই সাবধান হতে পারবেন তাহলে রাশিফল শুরু করা যাক।
মেষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে জটিলতা দেখতে পাবেন অর্থাৎ তাদের কর্ম ক্ষেত্রে কেউ শত্রুতা করছে এবং তাকে বিপদে ফেলার চেষ্টা করছি তাই আজকের দিন খুব সাবধানে চলবেন|
বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতি কারা কোন কিছু নিয়ে ভয় পাবে অর্থাৎ কোন কাজ করতে গেলে মনে ভয় ভাব নিয়ে করবে এতে তাদের কাজের ক্ষতি হবে এবং লোকের সাথে মনে ভয় রেখে কথা বলবে
মিথুন রাশি : এই রাশির জাতক বা জাতিকা বিভিন্ন দিক থেকে অর্থের সুযোগ পাবে এবং অর্থ আসবে তাই তাদের পক্ষে আজকের দিন খুব শুভ
কর্কট রাশি : এই রাশির জাতক বা জাতিকা চুরি না করে চোরের বদনাম পেতে পারে তাই আজকের দিন খুব সাবধানে চলবেন এবং কোথাও গেলে অচেনা কারো গৃহে ঢুকবেন না তাহলে চুরি বদনাম পেতে পারে|
সিংহ রাশি : এই রাশির জাতক বা জাতিকা উত্তেজনা বসে অনেক ভুল কাজ করে বসবে অর্থাৎ যখন কাজ করবে তখন কিন্তু বুঝতে পারবে না সে ভুল কাজ করছে|তাই আজকের দিনে খুব সাবধানে থাকবে
কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতিকা কাজে মন লাগবে না মন অস্থির অস্থির লাগবে এবং কাজে ভুল করবে তাই বলছি আজকের দিনে যেটুকু কাজ করবে মন দিয়ে করবে|
তুলা রাশি : এই রাশির জাতক বা জাতিকা বন্ধুর সহযোগিতায় পাবে অর্থাৎ কোন কাজ করতে না পারলে বন্ধুরা সাহায্য করবে এবং অর্থ সমস্যা পড়লেও তাও সাহায্য করবে|
বৃশ্চিক রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের সন্তানদের সাথে বিরোধ দেখা দেবে অর্থাৎ সন্তানরা এদের কথা শুনতে চাইবে না এবং তাকে সম্মান করবে না বাড়িতে ঝামেলা সৃষ্টি হবে তাই আজকের দিনে একটু সাবধানে চলবেন
ধনু রাশি : এই রাশির জাতক বা জাতিকা যদি কোন নতুন কাজ করে অর্থাৎ কোন নতুন কিছু সৃষ্টি করে তাহলে এরা স্বীকৃতি পাবে অর্থাৎ সম্মান পাবে|
মকর রাশি : এই রাশির জাতক বা জাতিকা আজকের দিনে সবার থেকে সহযোগিতা লাভ করবে অর্থাৎ যেকোনো কাজে গেলে তারা সাফল্য পাবে তাই আজকের দিন তাদের পক্ষে খুবই শুভ|
কুম্ভ রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের কর্মে ক্ষেত্রে পরিবর্তন হতে পারে অর্থাৎ যেখানে ওরা কাজ করছে বদলির সম্ভাবনা আছে এবং পদোন্নতি হতে পারে
মীন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিনে অর্থের অভাব দেখা দেবে অর্থাৎ অর্থ নিয়ে একটু চিন্তায় থাকবে এবং এর জন্য মান সম্মান হতে পারে|
রবিবার ত্রয়োদশী শেষ রাত্রি ছটা 6 মিনিট পর্যন্ত এবং সূর্যোদয় সকাল 6:22 এবং সূর্য অস্ত চারটে 56 মিনিট|নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মায়ের কাছে কাম্য করি প্রতিদিনের মত আজকেও একটি টিপস দোবো আজকে একটি মন্ত্র বলছি এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন দেখবেন দিনটি খুবই ভালো যাবে শুদ্ধ হবে নমো নারায়ন বিষ্ণু নমোনমো এই মন্ত্রটি পাঠ করুন দেখবেন দিনটি খুবই ভালো যাবে আর একটি কথা আমি যে এই রাশিফল আপনাদের দিচ্ছি পারলে আপনারা একটু শেয়ার করুন তাহলে সবাই আমার এই রাশিফল টি দেখতে পাবে শেয়ার করতে তো কোন অর্থ লাগেনা|আর আপনারা যদি শেয়ার করেন তাহলে আমার এই কষ্টটা বৃথা যাবে না নমস্কার|