পৌষ মাসের 4 ডিসেম্বরের 20 তারিক রবিবারের রাশিফল|

মেষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের রপ্তানিতে লাভবান হবেন অর্থাৎ যেসব জাতক জাতিকারা রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের লাভ হবে আজকের দিনে|

বৃষ রাশি : এই রাশির জাতক-জাতিকারা চিত্রকলায় অর্থাৎ সারা শিল্পী আছে তাদের পক্ষে আজকের দিন খুব শুভ আজকের দিনে অনেক কিছু ভালো খবর পাবে|

মিথুন রাশি : এই রাশির জাতক বা জাতিকা অযথা চিন্তা করবে যে চিন্তায় আদৌ বাস্তব লাভ করবে না অর্থাৎ যে সব চিন্তা মানসিক টেনশন দেবে সেই সব চিন্তা-ভাবনা আজকের দিনে করবে এই রাশির জাতক বা জাতিকা|

কর্কট রাশি : এই রাশির জাতক বা জাতিকা আজকের দিনে বুদ্ধির অনেক অভাব হবে যাকে যে কথা বলার দরকার তাকে সেই কথা বলতে পারবে না অর্থাৎ মনের মধ্যে একটি ভাব থাকবে|সিংহ রাশি=এই রাশির জাতক বা জাতিকা বস্তু ব্যবসায় অর্থাৎ যারা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের পক্ষে আজকের দিন শুভ না খুব সাবধানে আজকের দিনে ব্যবসা করবেন|

কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের দায়িত্ব বৃদ্ধি হবে অর্থাৎ কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং সেই দায়িত্ব পালন করবে এবং সম্মান লাভ করবে|

তুলা রাশি : এই রাশির জাতক বা জাতিকা সব জায়গায় সমালোচিত হবে অর্থাৎ তাকে নিয়ে লোকজন বাজে বাজে কথা বলবে তাই আজকের দিনে খুব সাবধানে লোকের সাথে কথা বলবেন|

বৃশ্চিক রাশি : এই রাশির জাতক-জাতিকারাও কোন কাজ নিয়ে আজকের দিনে অনুশোচনা করবে অর্থাৎ তাদের কোন কাজ ভুল হয়েছে সেটা নিয়ে ভাববে|

ধনু রাশি : এই রাশির জাতক-জাতিকাদের যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের পক্ষে আজকের দিন খুব শুভ আজকে তারা সাফল্য পাবে|মকর রাশি=এই রাশির জাতক বা জাতিকাদের সন্তান নিয়ে একটু চিন্তায় থাকবে অর্থাৎ সন্তানের শরীরের অবস্থা ভালো যাবে না|কুম্ভ রাশি=এই রাশির জাতক বা জাতিকাদের কোন কাজে দুর্বল সুযোগ নিতে পারে অর্থাৎ খুব সাবধানে কথাবার্তা বলতে হবে লোকের সাথে|

মীন রাশি : এই রাশির জাতক বা জাতিকা সদ্গুরুর সন্ধান পাবে অর্থাৎ সদ্গুরুর যা বলবে সেগুলো শুনলে ভালো হবে|

ষষ্ঠী থাকবে সন্ধ্যা 5 টা 30 পর্যন্ত|সূর্যোদয় সকাল ছয়টা 18 এবং সূর্যাস্ত সন্ধ্যা চারটে 52 পর্যন্ত|নমস্কার ভাল থাকবেন সুস্থ থাকবেন এটাই মায়ের কাছে কাম্য|দিনে একটি টোটকা বা মন্ত্র বলছি এই মন্ত্র পাঠ করলে দিনটা খুবই ভালো যাবে মন্ত্র টি হল নমো জয় দুর্গা নমো নমো এই মন্ত্রটি 108 বার পাঠ করলে খুবই ভালো যাবে দিনটি|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 1 =