পৌষ মাসের 24 তারিখ এবং ইংরেজি 9 জানুয়ারি শনিবারের রাশিফল।

মেষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের কোন যন্ত্রাংশ থেকে বিপদ হবার সম্ভাবনা আছে অর্থাৎ খুব সাবধানে চালাবেন না হলে সমস্যায় পড়বে|

বৃষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা নিজের ভুলের কথা ভাববে অর্থাৎ তারা এবং পরে সেটা নিজে নিজে ভাববে এবং সে বলবে কাজটি আমার ভুল হয়েছিল||

মিথুন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিনে সব আশা পুরন হবে অর্থাৎ তারা যেটা ভাববে সেটাই আজকের দিনে পূর্ণ হবে||

কর্কট রাশি : এই রাশির জাতক-জাতিকারা আজকের দিনে পরিশ্রম বৃদ্ধি পাবে অর্থাৎ তাদের যেমন পরিশ্রম বৃদ্ধি পাবে তেমনি সম্মান পাবেন এবং অর্থ উপার্জন হবে||

সিংহ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের কারো কাছ থেকে ঋণ নিতে পারে এবং এই ঋণ তার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে অর্থাৎ আজকের দিনে কারো থেকে ঋণ নিয়ে কাউকে দেয়া ঠিক না এতে আপনার ক্ষতি হবে||

কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের ঘরবাড়ি অর্থাৎ যেসব জাতক-জাতিকাদের পুরনো ঘর আছে তাদের ওই বাড়ি ঠিক ঠাক করা এবং বাড়িতে কি করতে হবে সেগুলো আজকের দিনে হতে পারে|অর্থাৎ গৃহ সংস্কার আজকের দিনে হবে||

তুলা রাশি : পাবে তাই আজকের দিন তাদের পক্ষে সবথেকে শুভ||

বৃশ্চিক রাশি : এই রাশির জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে প্রশংসা পাবে অর্থাৎ তাদের কাজকর্ম দেখে অফিসের বস তাদের সম্মান করবে এবং তাদেরকে উচ্চপদ যেতে পারে তাই তাদের পক্ষ আজকের দিন খুব শুভ||

ধনু রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের বিদেশযাত্রার কোন সুযোগ আসবে অর্থাৎ বিদেশে ভ্রমণ বা বিদেশে কাজের সুযোগ আসবে আজকের দিনে||

মকর राशि :  অর্থ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে||

কুম্ভ রাশি :এই রাশির জাতক-জাতিকাদের সবদিক থেকে সাফল্য আসবে বিশেষ করে যারাশুভ তারা কোনো সুযোগ পেতে পারেন আজকের দিনে||

মীন রাশি : রাশির জাতক বা জাতিকা দেরবনিবনার অভাব হবে আজকের দিনে অর্থাৎ স্বামী-স্ত্রী প্রেমিক-প্রেমিকা দিনটি খুব সাবধানে থাকতে হবে কম কথা বলতে হবে||

একাদশী থাকবে পাঁচটা 49 পর্যন্ত||সূর্যোদয় 6:25 সকাল এবং সূর্যাস্ত সন্ধ্যা 5 টা 5||মন্ত্রটি 108 বার পাঠ করবেন মন্ত্রটি হলো নামো ভৈরবে নমো নমো||এই মন্ত্রটি যদি পাঠ করেন তাহলে দিনটি শুভ যাবে||আর আমি জ্যোতিষ শ্রী আনন্দআপনাদের কাছে অনেক ভেবেচিন্তে এবং নক্ষত্র অনুযায়ী রাশিফল গুলো বলি যাতে আপনাদের আগে থাকতেই সাবধান করে দিতে পারি||তাই আমার এই প্রতিদিনের রাশিফল গুলো আপনারা দেখুন এবং আপনারা সেই ভাবে চলুন দেখবেন ভালো থাকবে নমস্কার||

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − seven =