পল্লবী ভাওয়াল :  দিনের পর দিন রোদের তাপমাত্রা বাড়ছে বই কমছে না, তাই এই রোদ থেকে বাঁচতে অব্যশই আমাদের নিজেদের খেয়াল নিজেদেরকেই নিতে হবে। তাই বন্ধুরা বাজার থেকে বেশি মূল্যের ডি – ট্যান ক্রিম না কিনে সহজেই নিজের ঘরে বানিয়ে ফেলুন এই আয়ুর্বদিক ফেস প্যাকগুলি,

 এতে শুধু সান ট্যানই পরিষ্কার হয় না, আপনার মুখে, হাতে ভিটামিনও এনে দেবে এই ক্রিম। দেখে নিন :

১) এক চামচ মতো হলুদ ও বেসন নেবেন একটি পাত্রে। এবার জিনিসগুলিতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে গোটা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

২) এছাড়াও কফি বডি স্ক্রাবও খুব কাজের আমাদের শরীরের জন্য, একটা পাত্রে এক থেকে দুই চামচ মতো নারকেল অথবা আমন্ড অয়েল নিন। তাতে তিন চামচ মতো কফি ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালো করে গুলে নিন। এবার হাতে, পায়ে, মুখে, গলায় লাগিয়ে নিন।

৩) বেসন মুখের জন্যে খুবই ভালো। ট্যান তুলতেও এর কোনো বিকল্প নেই, একটি পাত্রে বেসন নিয়ে তাতে হলুদ মিশিয়ে ভাল করে গুলে নিন। এবার মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১০-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৪) একটি পাত্রে এক থেকে তিন চামচ চালের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে নিন। এবার তৈরি মিশ্রণটি গোটা মুখে লাগান। রেজাল্ট নিজেই দেখতে পাবেন।

৫) পাকা কলা কিন্তু ট্যান তুলতে ভালই সাহায্য করে। পাত্রে দুটো পাকা কলা, মধু ও দুধ নেবেন। কলা ভালো করে চটকে নিয়ে তাতে কয়েক ফোঁটা মধু দিন। পাঁচ থেকে ছয় চামচ দুধ যোগ করুন। মিশ্রণটি ভাল করে গুলে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here