Calcutta time : প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নানারকমের ঘটনা নিয়ে কনটেন্ট তৈরি করেন হিরো আলম। তাই সবসময় তিনি রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। কখনও গান গেয়ে কখনও আবার জনপ্রিয় তারকাদের নিয়ে ভিডিয়ো বানিয়ে আলোচিত এবং সমালোচিত হন হিরো আলম। এবার এর জেরেই তিনি পড়লেন পুলিসের জালে।
এর মধ্যেই হিরো আলমকে ডেকে পাঠায় ঢাকা পুলিস। বুধবার আশরাফুল আলম সঈদ ওরফে হিরো আলমকে জিজ্ঞাবাসাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিসের গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদের পর তিনি আর কখনো অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না এই বলে মুচলেকা দিয়েছেন হিরো আলম।
ঢাকা গোয়েন্দা পুলিসের অতিরিক্ত কমিশনার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে, হিরো আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার ডেকে পাঠানো হয় তাঁকে। কেন পুলিসের পোশাক পরে তিনি ভিডিয়ো বানিয়েছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কনস্টেবলের ড্রেস পরে সে ডিআইজির চরিত্রে অভিনয় করেছেন। এদিন শিল্পী সমিতিকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, পুলিসের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে। যদিও হিরো আলম শিল্পী সমিতির সদস্য নন।
এদিন হিরো আলম জানিয়েছেন যে, ” তিনি জানতেনই না যে কোনটা কনস্টেবলের পোশাক আর কোনটা ডিআইজি এসপির পোশাক। আর কখনও পুলিসের ইউনিফর্ম পরে বিকৃত অভিনয় করবেন না। ভিডিয়ো বানানোর বিষয়ে হিরো আলম মূলত অর্থ রোজগারের কথাই ভাবেন। বেশি উপার্জনই একমাত্র লক্ষ্য তাঁর, জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
প্রসঙ্গত উল্লেখ্য, পরীমণি থেকে মৌ, পিয়াসা, মুরাদ হাসানকে নিয়ে গান তৈরি করেছেন হিরো আলম। কেন এই গান তৈরি করেন তিনি, কেনই বা সবাইকে বিকৃতভাবে উপস্থাপন করেন তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। সেই প্রশ্নের সামনে পড়ে নিজের ভুল স্বীকার করে নেন হিরো আলম। এই ধরনের কনটেন্ট আর না বানানোর মুচলেকা দেন হিরো আলম।