Calcutta time : আর্থিক তছরুপের মামলায় অভিনেত্রী ইয়ামি গৌতমকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট বা FEMA লঙ্ঘনের অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। সে বিষয়েই ইয়ামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বেশ কয়েকমাস ধরেই ED-র নজরদারিতে রয়েছেন ইয়ামি। অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা FEMA লঙ্ঘনের অভিযোগে তদন্ত করছেন ED-র জোন-২র আধিকারিকরা। এই নিয়ে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইয়ামিকে ডেকে পাঠানো হল। জানা যাচ্ছে, ৭ই জুলাই ইয়ামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
অভিযোগ, কর্তৃপক্ষকে না জানিয়ে বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক বৈদেশিক আর্থিক লেনদেন করেছেন অভিনেত্রী। এই সন্দেহজনক লেনদেন নজরদারিতে আসার পরই ED- জানতে পারে এরমধ্যে অভিনেত্রী ইয়ামি গৌতমের অ্যাকাউন্টও রয়েছে। আর এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।