1. #DYFI_বারাকপুর_লোকাল_কমিটির উদ্যোগে রানী রাসমনি ঘাট স্মশান চত্বরে ও সমগ্র #20নম্বর_ওয়ার্ড অঞ্চল জুরে বারাকপুর টিটাগড় লোকাল কমিটির অন্তরগত #DYFI_20_নম্বর_ইউনিটের নেতৃত্বের ডাকে সারা দিয়ে ও গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড অমল দাস ও কমরেড সুভাশিষ গাঙ্গুলীর ডাকে ও কমরেড কল্লোল মুখার্জী ও গণ আন্দোলনের নেত্রী কমরেড গার্গী চ্যাটার্জীর পরামর্শে আজকে #রানী_রাসমণি_শ্মশান_ঘাট ও #সমগ্র_20_নম্বর_ওয়ার্ড অঞ্চল জুরে #স্যানিটাইজেসনের কাজ হয়.
    আগামী দিন গুলোতে

#DYFI_বারাকপুর_লোকাল_কমিটির সম্পাদক কমরেড রাজু ধর জানান বারাকপুরের সমস্ত ওয়ার্ড অঞ্চল জুরে আগামী দিনগুলোতে সানিটাইজেশনের কাজ করবে এই অঙ্গীকার আমরা বারাকপুর বাসীর কাছে করছি.

এই কঠিন লক ডাউন এর সময় সমস্ত দলকেই এগিয়ে আসা উচিত বলে মনে করেছেন তাই তারা কোন দল ভেদাভেদ না করে নিবে পড়েছে রাস্তায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here