পল্লবী ভাওয়াল : বীজপুরের ছোট থেকে বড় প্রত্যেকটি পুজোতেই এবার নজর কাড়ছে একটাই মুখ বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়। এবছর বীজপুরে দেখা যাচ্ছে মহিলাদের পুজো থেকে শুরু করে ছোট – বড় ক্লাবের একাধিক পুজো হয়েছে। আর এই প্রত্যেকটি পুজোর আমন্ত্রিত সুবোধ অধিকারী মহাশয়কে দেখা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে। এর থেকেই প্রমাণিত জনমত নির্বিশেষে তিনি প্রত্যেকটি মানুষের কথা ভাবেন এবং প্রতিনিয়ত ভেবে চলেছেন

বিগত বছরের তুলনায় এবছর গোটা বিচপুর কাঁচরাপাড়া হালিশহর জুড়ে পুজো বেড়েছে এবং তার সাথে থিমের ছোঁয়া লক্ষ্য করা গেছে হালিশহর বলাকা ছৌ নাচ বাগমুন ত্রিপন্ন হ্যারি পটার ষোলোর পল্লী রাজস্থান এছাড়াও রাজবাড়ী নবঙ্কুরের অপূর্ব সুন্দর প্যান্ডেল সাথে আরো অনেক পুজোর ছোট বড় সকল পূজার উদ্বোধনে দেখা গেছে সুবোধ অধিকারী বিধায়ক বীজপুর,

সাথে কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী এবং হালিশহর পৌরসভা পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়কে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মহালয়ার দিন থেকে প্রতিনিয়ত মানুষের সাথে আলাপচারিতার মাধ্যমে দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন তিনি ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − three =