Calcutta time : যাত্রীরা যদি আগরতলা, আমেদাবাদ, অমৃতসর, বাগডোগরা, বেঙ্গালুরু, চন্ডীগড়, চেন্নাই, কোয়েম্বাটুর, দেরাদুন, দিল্লি, গোয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, মাদুরাই, ম্যাঙ্গালোর, মুম্বই, পাটনা, পোর্টব্লেয়ার, পুনে, শ্রীনগর, তীরুবনন্তপুরম, বারানসী এবং বিশাখাপত্তনমে যাত্রা করেন তাহলে বিমানে সাধারণ ভাবে মাথাপিছু সবথেকে কম মূল্য ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা ভাড়ার মধ্যে হয়ে যাবে! তবে আপনি যদি ভালোভাবে আরামদায়ক বিলাসবহুল যাত্রা করতে চান তাহলে আপনি এই জায়গাগুলিতে ১০,০০০ টাকার বেশি ভাড়া দিয়েও যাত্রা করতে পারবেন!
এছাড়াও নবজাতক বা একমাসের কম বয়সী শিশুর ভ্রমণের ক্ষেত্রে আগেই সুবিধা মতো সিট নির্বাচন করে নিতে হবে। এই বয়সী শিশুর জন্য বেসিনেট বা দোলনা ব্যবহার করুন। বিমানের থেকেই এটি সরবরাহ করা হবে।
অনলাইন বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে আগেই বেসিনেট বুকিং দিতে হবে। বেশিরভাগ এয়ারলাইন্স সিট বুকিংয়ে এক্সট্রা চার্জ করে না। তবে এগুলো থাকে কম পরিমাণে। তাই আগে অনুরোধ করতে হয়। তবে মনে রাখবেন, বেসিনেট ব্যবহারের জন্য বাচ্চার উচ্চতা ২৮ইঞ্চি এবং ওজন ১১ কেজি (২৪.২ পাউন্ড) বা তার কম হতে হবে। বেসিনেট সিটগুলোতে অনেক জায়গা পাওয়া যায়। শিশুরা ইচ্ছামতো ঘুরাঘুরি করতে পারে। সঙ্গে বাথরুমও কাছে পাওয়া যায়।
প্রত্যেক এয়ারপোর্টেই জলের ব্যবস্থা থাকে। সেখান থেকে চাইলে নিজের বোতলে জল ভরে নিতে পারেন। এর জন্য কাউকে কোনও খরচ করতে হয় না। বিমান বন্দরে সেন্সরযুক্ত পানীয় জলের ফাউন্টেন থাকে। রেল স্টেশনে কিন্তু টাকা দিয়ে পানীয় জল কিনতে হয়
উল্লেখ্য, অনেকেই নিজের পোষ্যকে নিয়ে বিমান যাত্রা করেন। দিন দিন সংখ্যাটা বাড়ছে। তাই আজকাল বেশিরভাগ বিমান বন্দরেই পোষ্যের শৌচাগারের ব্যবস্থা রাখা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় বন্দরের বাইরে। পোষ্যকে নিয়ে শুধু বাইরে যেতে হয়। এর জন্য কোনো খরচ হয় না।