পল্লবী ভাওয়াল : সামনেই পয়লা বৈশাখ। আর এই সময় নিয়ে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী ১৩ ই এপ্রিল ২০২৪ সূর্য মঙ্গলের রাশি মেষে প্রবেশ করতে চলেছে৷ এর ফলে সাত সাতটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ৷ অর্থলাভ, চাকরিও হতে পারে এই সাতটি রাশির। চলুন দেখে নেওয়া যাক –
১) বৃষ রাশি – এই রাশির জাতক-জাতিকাদের সূর্যের অবস্থান বদল করে গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হতে চলেছে। কর্মক্ষেত্রে বিরাট উন্নতি হতে চলেছে।
ব্যবসায়ীদের জন্য এই সময় খুব ভালো সময় আসতে চলেছে ৷ সমাজে সুনাম বজায় থাকতে চলেছে ৷ ঘরে বাইরে সুখ শান্তি বজায় থাকবে।
২) মেষ – মঙ্গলের রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে মুহূর্ত আসতে চলেছে৷ এবার টাকা পয়সা আগের থেকে হাতে আসতে চলেছে। সাংসারিক জীবন আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ দাম্পত্যে অত্যন্ত মধুর।
৩) মিথুন – এই রাশির জাতক-জাতিকাদের জন্য পরিবারে সুখ শান্তি আসবে এবার ৷ পুরনো খারাপ স্মৃতি এবার খুঁজে পাবে।
৪) সিংহ – এই রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে ৷ আয় বাড়বে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে পারে। দীর্ঘ দিনের অপূর্ণ কাজ এবার পূর্ণ হবে ৷ শরীর স্বাস্থ্য এবার ভাল থাকবে ৷
৫) কন্যা রাশি – এই রাশির জন্য জীবন আগের থেকে আরও সুন্দর হতে চলেছে ৷ পরিবারের মানুষদের সঙ্গে এবার আরও ভাল সময় আসতে চলেছে।
৬) মীন রাশি – এই রাশির জাতক-জাতিকাদের জন্য এবার আরও ভাল ফল হাতে আসতে চলেছে ৷ আর্থিক পরিস্থিতি এবার আরও ভালো হবে। চাকরি ব্যবসায় সমান ভাবে উন্নতি হবে। মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সঠিক সময় এটাই উন্নতির শিখরে পৌঁছবে ৷
৭) ধনু রাশি – এই রাশির জাতক-জাতিকাদের জন্য এবার আরও সুন্দর ৷ জাতক-জাতিকারা সুখবর পেতে পারেন এবার ৷ প্রতীঘরে সুখ ও শান্তি একসঙ্গে বিরাজমান ৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে অত্যন্ত ভাল হতে পারে ৷