Doctors Day Covid যোদ্ধাদের সম্বর্ধনা ব্যারাকপুর লোকসভার নৈহাটিতে
Calcutta Time : গতকাল ছিল আন্তর্জাতিক ডক্টরস ডে, করোনা ভাইরাস এই করোনা মহামারীতে প্রথম শ্রেণীর যোদ্ধা কিন্তু প্রথমেই আসে ডাক্তারদের নাম ডাক্তার নার্স তারা নিজের পরিবার -পরিজনকে ফেলে গোটা দুনিয়ার সেবায় ব্যস্ত হয়ে পড়েছে করোণা মহামারীর কালে,
আবারো ময়দানে টিম অভিজিৎ দত্ত
ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস এর বিশিষ্ট কোভিড যোদ্ধাদের সম্বর্ধিত করা হলো, চিকিৎসক দিবস প্রাক্কালে বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্তর নেতৃত্বে নৈহাটি বিধায়ক পার্থও ভৌমিক নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক শ্রী অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটি পৌরসভা স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত সিআইসি সনৎ দে মহাশয় নৈহাটি থানার আইসি এবং বিশিষ্ট চিকিৎসক এবং বিশিষ্ট স্বাস্থ্যকর্মীদের বিশেষভাবে সম্বর্ধিত করা হল, অভিজিৎ দত্ত মহাশয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান কোভিড মহামারী মোকাবিলায় উনাদের অবদান অনস্বীকার্য ওনাদের নত মস্তকে প্রণাম জানাই।সকল কোভিড যোদ্ধাদের আমার সশ্রদ্ধ প্রণাম .. …