পল্লবী ভাওয়াল : এবছর থেকে রাজ্যের কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হবে, অর্থাৎ রাজ্যে স্নাতকে আর কলেজ ভিত্তিক ভর্তি হবে না, স্নাতকে ভরতি নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের। সম্ভবত ২২ শে জুন থেকে ভর্তি প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, চলতি এবছর শিক্ষাবর্ষ থেকে কলেজ ভিত্তিক অনলাইনে ভর্তি নয়, কেন্দ্রীয় ভাবেই অনলাইনে কলেজে ছাত্র ভর্তি করবে রাজ্য।

স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ছাত্র ভর্তি করবে রাজ্য। এর ফলে কলেজগুলির হাতে ছাত্র ভর্তির মেধাতালিকা তৈরি নিয়ে ক্ষমতা থাকবে না।

সূত্রের খবর, নির্বাচনী আচরণবিধি কাটলেই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দেবে উচ্চ শিক্ষা দফতর। ২২ শে জুন থেকে কেন্দ্রীয় ভাবে অনলাইনে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। তবে জানা যায় এবার কেন্দ্রীয় ভাবে অনলাইনে ছাত্র ভর্তিতে সবুজ সঙ্কেত এসেছে নবান্নের শীর্ষ মহল থেকে।

উল্লেখ্য,একটি পোর্টালের মাধ্যমেই যে কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির আবেদন করা যাবে কলেজ নয়, উচ্চশিক্ষা সংসদের অ্যাকাউন্টে জমা দিতে হবে আবেদন ও ভর্তির ফি। সমস্যা এড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + one =