পল্লবী ভাওয়াল : সামনেই আছে বোর্ড পরীক্ষা আর তার আগেই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বড় ঘোষণা করছে CBSE, ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে আয়োজিত হবে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা, আর এবারে এই পরীক্ষার নিয়ম নীতি নিয়ে কড়া বার্তা দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

উল্লেখ্য, সমস্ত স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে এই নোটিশ জারি করা হয়েছে। আর এই আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক স্বার্থ বজায় রাখতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা জরুরি। এরই মধ্যে সিবিএসই-র তরফে একটি নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে পরীক্ষা চলাকালীন কোন কোন আচরণ অনৈতিক বলে গণ্য হবে, স্কুলের প্রধান এবং অধ্যক্ষরা সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য এই নিয়মগুলি মেনে চলবেন বলেই নির্দেশ পাঠানো হয়েছে।

সূত্রের খবর, অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়লে শিক্ষার্থীকে কঠোর সাজা দেওয়া হবে। কোনো ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে অন্য কারও সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তা অনৈতিক আচরণ হিসেবে গণ্য করা হবে। কোনো ছাত্র ভুয়ো খবর ছড়ালে এবং তার কারণে পরীক্ষা পরিচালনায় ব্যাঘাত ঘটলে তাঁকে কঠোর সাজা দেওয়া হবে।

এছাড়াও পরীক্ষাকেন্দ্রে কোনো ছাত্র যে যে জিনিস নিয়ম মেনে নিয়ে যেতে পারে, তার মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড, স্কুলের আইডি কার্ড, ফটো আইডি প্রুফ, ট্রান্সপারেন্ট পাউচ, জ্যামিতি বক্স, পেন, স্কেল, লেখার প্যাড। এমনকী শিক্ষার্থীদের সঙ্গে বাসের পাস, মেট্রোর কার্ড কিংবা অ্যানালগ ঘড়ি, ট্রান্সপারেন্ট জলের বোতল থাকলেও কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 2 =