পল্লবী ভাওয়াল : ধর্ম হোক যার যার বড় মা সবার, রাত পোহালেই বড় মার পূজা। অগণিত ভক্তবৃন্দর ভিড় দেখা যায় সেখানে, বলা হয় মায়ের কাছে যে যা চায় তাই পায়, মা কখনো ফেরায় না।

প্রত্যেক বারের ন্যায় এবছরও বড়মার কাছে চোখে মিলবে হাজারো ভক্তবৃন্দর ভিড়, মায়ের কাছে আশায় কালীপুজোর দিন হাজারো মানুষের ভিড় তো আছে সাথে আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দণ্ডী কাটা।

এবারও বড় মাকে সাজানো হচ্ছে ১০০ ভরি সোনা ও ২০০ ভরি রুপোর অলঙ্কারে, সাথে সাজানো পর্ব চলছে সেজো মা, ছোট মা সকলকে।

উল্লেখ্য, মায়ের মন্দির সারা বছর খোলা থাকলেও কালীপুজোর সময় এই নিত্যপুজোর মন্দির সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে, বড় মার কাছে কেউ আসেন প্রার্থনা নিয়ে, কেউ আসেন প্রার্থনা পূরণের তৃপ্তি নিয়ে। হাসি-কান্না, প্রার্থনা-আর্তি, নানারকম আবেগে ভরে থাকে বড়-মার মন্দির।

নৈহাটিতে বড় মার পুজো হবে ৩১ শে অক্টোবর, বৃহস্পতিবার রাতে, সারা রাত ধরে চলবে পুজো পুষ্পাঞ্জলি হবে রাত ১ টায়।

বড় মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে চাইলে নিজেদেরই ফুল আনতে হবে, বৃহস্পতিবার দুপুর ৩ টে নাগাদ শুরু অমাবস্যা শুরু, শুক্রবার বিকেল ৫ টা অবধি থাকবে তিথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =