ক্যালকাটা টাইম: লকডাউন শিথিল হওয়ার প্রথম দিনেই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের নতুন রাজ্য কমিটি গঠন হলো এদিন দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি জানান তিনিও প্রতাপ বন্দ্যো তারাপাধ্যায় দিল্লি গিয়ে এই কমিটি চূড়ান্ত করেছিলেন তবে এটি ঘোষণা করা হয়নি এতদিন আজ ঘোষণা করা হলো রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুসারে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছে….. তারা হলেন.
1) বিশ্বপ্রিয় রায়চৌধুরী 2) প্রতাপ বন্দ্যোপাধ্যায় 3) সুভাষ সরকার 4) দেবাশীষ মিত্র 5) রাজু বন্দ্যোপাধ্যায় 6) জয়প্রকাশ মজুমদার 7) রাজ কমল পাঠক 8) অর্জুন সিং 9) ভারতী ঘোষ 10) মাফুজা খাতুন 11) দীপেন প্রামানিক 12) রিতেশ তেওয়ারি
বিজেপির সাতটি শাখা সংগঠনের নেতৃত্ব বদল হয়েছে মহিলা মোর্চার আহ্বায়ক হচ্ছেন অগ্নিমিত্রা পাল যুব মোর্চার সভাপতি হয়েছেন সৌমিত্র খাঁ এবং সভাপতি দুলাল বর তপশিলি উপজাতি মোর্চার সভাপতি খগেন মুর্মু ওবিসি মোর্চার সভাপতি নির্মল কর্মকার কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন
রয়েছেন পাঁচজন সাধারণ সম্পাদক তারা হলেন…1) সঞ্জয় সিং 2) সায়ন্তন বসু 3) রথীন বসু 4 )লকেট চট্টোপাধ্যায় 5) জ্যোতির্ময় সিং মাহাতো
এছাড়াও রয়েছেন 10 জন সচিব, তারা হলেন শর্বরী মুখোপাধ্যায়, সংঘামিত্রা চৌধুরি, ফাল্গুনী পাত্র, সব্যসাচী দত্ত ত,চক্রবর্তী, বিবেক সোনকর ,দীপাঞ্জন গুহ ,অরুণ হালদার ,তুষার মুখোপাধ্যায়, তুষার কান্তি ঘোষ