Calcutta time : এবার মুখের কালো দাগ ও পিগমেন্টেশন দুর করুন মাত্র ১০ দিনের মধ্যে। আমাদের মুখের এই দাগ অনেক কারণেই থাকতে পারে। সূর্যের আলোর কারণে , হরমোনের কারণে মুখে বাদামী দাগ পড়তে শুরু করে।
যার ফলে প্রত্যেকটি মেয়ে মনে করে তাকে দেখতে বাজে লাগছে। তাই আপনিও যদি এই ধরনের কালো দাগ এবং পিগমেন্টেশন নিয়ে সমস্যায় পড়ে থাকেন এবং একটি ঘরোয়া প্রতিকার চেষ্টা করতে চান, তাহলে হলুদের তৈরি ফেসপ্যাক লাগান। তৈরি করুন এই ফেসপ্যাকটি চটজলদি, দেখুন –
১) শুধু হলুদ দিয়ে প্যাক তৈরি :
হলুদ দিয়ে তৈরি ফেসপ্যাক মুখের দাগ ও দাগ দূর করতে অনেকটাই সাহায্য করে। আপনি যদি কালো দাগ এবং পিগমেন্টেশন নিয়ে সমস্যায় থাকেন তবে এই ফেসপ্যাকটি ১৫ – ২০ দিনের জন্য লাগান।
ফেসপ্যাক তৈরি করতে এক চামচ হলুদ নিয়ে একটি লোহার প্যানে ভেজে নিন, হলুদের রং সোনালি হয়ে গেলেই গ্যাসের শিখা বন্ধ করে কাচের বাটিতে তুলে নিন। এবার এই হলুদে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগান এবং প্রায় ১৫ মিনিটের জন্য শুকাতে দিন। এবার জল দিয়ে আপনার মুখ ধুয়ে পরিষ্কার করুন।
২) হলুদের সাথে দই মেশান :
ত্বক তৈলাক্ত হলে মধুর বদলে টমেটো ও টমেটোর রসের সঙ্গে হলুদ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। যা পিগমেন্টেশনের সমস্যা দূর করতে সাহায্য করবে।
এই হলুদে আছে কারকিউমিন অ্যান্টিঅক্সিডেন্ট যা মেলানিনের উৎপাদন কমায়। মেলানিন ত্বকে পিগমেন্টেশনের জন্য দায়ী। হলুদ ত্বকে লাগালে এটি হাইপারপিগমেন্টেশনের সমস্যা কমাতে সাহায্য করে ও ত্বকের গাঢ় বাদামী দাগও হালকা হয়ে যায়।