পশ্চিমবঙ্গে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসেই অ্যাক্সিস ব্যাংকের সরাসরি কর্মী নিয়োগ | WB 12 Pass Axis Bank Job Recruitment

Contact to HR Segment: 8276817890

উচ্চমাধ্যমিক পাশে সরাসরি এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। পুরুষ অথবা মহিলার সকলেই এখানে আবেদনযোগ্য। এখানে চাকরি করতে হলে আপনার আগে থেকে কোনরকম যোগ্যতা ব্যাংকে চাকরির দক্ষতার দরকার নেই শুধু মাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই চাকরি পেয়ে যাবেন। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না আপনাকে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেগুলো ভালো করে জেনে নেবেন।

পদের নাম : Axis Bank Back Office Assistant

শিক্ষাগত যোগ্যতা: এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। আপনি যদি উচ্চ শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে প্রতি মাসে আপনাকে 16200 – 20600 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ স্থান: নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের মধ্যেই।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে চাকরি করতে বা আবেদন করতে আগ্রহী হন তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন । এই নাম্বারটি অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া আছে

প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, ইন্টারভিউর দিন নিচে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর কিছু জরুরি বার্তা :

ইন্টারভিউর সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ইন্টারভিউর ড্রেস কোড হবে ভারতীয় ফর্মাল পোশাক (জিন্স পড়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না)।

ইন্টারভিউর দিন কী কী প্রয়োজনীয় :

বায়োডাটাপাসপোর্ট সাইজের ছবিআপনারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (এডমিট বা মার্কশিট)প্রমাণ পত্র (আধার বা ভোটার কার্ড)

কাজের ভূমিকা ও দায়িত্ব :ব্যাক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাংকিং সেগমেন্ট (Back Office Corporate Department)।

চাকরির ধরন :

স্থায়ী / রেগুলার। এছাড়াও কাজের ভিত্তিতে ৬-৯ মাসের মধ্যে প্রোমোশনের দেওয়া হয়ে থাকে।

 

Contact to HR Segment 8276817890
Email : [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =