ক্যালকাটা টাইম : কিছুদিনআগে ফেসবুক কোম্পানি হোয়াটসআপ এবং ইন্সটাগ্রামকে কিনে নিয়েছে এটি সকলেরই জানা।হোয়াটসঅ্যাপের মধ্যে ম্যাসেঞ্জার রুম পরিষেবা চালু করেছিল ফেসবুক এবার তারা তাদের অধীনস্থ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ও সেই পরিষেবা চালু করেছে।লকডাউন এর ফলে সমস্ত রকমের ভিডিও কলিং অ্যাপ্লিকেশনগুলি জনপ্রিয়তা আরো অনেক পরিমানে বেড়ে গেছে এর সাথে 50 জন একটি কলে যুক্ত হবার প্রক্রিয়া ও চালু করেছে ফেসবুক কোম্পানি ম্যাসেঞ্জার রুম নামের ওই সেবাটি পড়ে চলতি মাসেই হোয়াটসঅ্যাপে চালু হবে বলে জানা গিয়েছে।
ম্যাসেঞ্জার রুম ইনস্টাগ্রামে চালু করার মাধ্যমিক ফেসবুক তাদের সমস্ত অ্যাপের মধ্যে ইন্ট্রিগেটেড চ্যাটরুম পরিষেবা নিয়ে আনলো এবার তারা জানিয়েছে একটি আপডেট দিয়ে নতুন করে ওই ফিচারস পাওয়া যাবে আপনারা আপডেট করবেন এবং তারপরই আসবে সেই নতুন ফিচার যাতে 50 জনের সাথে ভিডিও কলে কথা বলা যায় একসাথে। কিভাবে করবেন :এর জন্য আপনাকে প্রথমে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজ অপশনে যেতে হবে সেখান থেকে ভিডিও চ্যাট আইকনে ক্লিক করতে হবে তারপর সেখান থেকে ক্রিয়েট এ রুম সিলেক্ট করতে হবে এবং এরপরই চাইলে ইনস্টাগ্রামে থাকা বন্ধুদের সেখান থেকে আমন্ত্রণ পাঠাতে হবে এটির ব্যবহার করার বিষয়গুলি নিয়ে ইন্সট্রাগ্রাম কোম্পানি একটি ভিডিও প্রকাশ করেছে যার মধ্যে সমস্ত রকম নির্দেশিকা দেওয়া রয়েছে তিনি কিভাবে করবেন।