ওয়াশিংটন: নোভেল করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিরুদ্ধে চিনের সঙ্গে গলাগলি, ঘনিষ্ঠতার অভিযোগ তুলে এপ্রিলের মাঝামাঝি তাদের অর্থ দেওয়া বন্ধ রাখেন ডোনাল্ড ট্রাম্প। হু চিন থেকে করোনাভাইরাস ছড়ানোর বিষয়টি ধামাচাপা দিয়েছে, ভাইরাস সমস্যার ঠিকঠাক মোকাবিলা করতে পারেনি বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার সুর চড়িয়ে এক মাসের আলটিমেটাম দিয়ে চিরতরে হু-কে মার্কিন অর্থ বন্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার তিনি ট্যুইট করেন, ৩০ দিনের মধ্যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ না হলে আমেরিকা পাকাপাকি হু-কে অর্থ দেওয়া বন্ধ করে দেবে।

  • হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেউসকে পাঠানো চিঠির একটি ছবি ট্যুইট করেন তিনি, চিঠিতেই তাঁর বক্তব্যের ব্যাখ্যা রয়েছে বলে জানান। চিঠিতে ভাইরাসটির উত্পত্তি সম্পর্কে প্রাথমিক রিপোর্ট উপেক্ষা করা, অতিরিক্ত চিন-ঘনিষ্ঠতা সহ অতিমারী মোকাবিলায় হু-এর ঘাটতির নানা উদাহরণ দিয়েছেন তিনি।
    চিঠিতে ট্রাম্প বলেছেন, এটা পরিষ্কার, অতিমারী মোকাবিলায় বারবার আপনার ও আপনার প্রতিষ্ঠানের ভুল পদক্ষেপে বিশ্বকে চরম মূল্য দিতে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামনে আগামী দিনে এগনোর রাস্তা একটাই- চিনের ওপর সে নির্ভর করে না, স্বাধীন, এটা দেখানো। ৩০ দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড় ধরনের বলার মতো অগ্রগতির শপথ না নিলে আমি সাময়িক আমেরিকার সেখানে অর্থদান বন্ধ রাখার সিদ্ধান্তকে স্থায়ী চেহারা দেব, সেখানকার সদস্য থাকার ব্যাপারেও ফের ভাবব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here