করোনা মোবিলায়  লকডাউন 4.0 করা হয়েছে  এরইমধ্যে রাজ্য ধেয়ে আসছে আমফান, সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি আগামী 12 ঘন্টায় আরো শক্তিশালী হবে এই সাইক্লোন এমনটাই জানানো হয়েছে ও মিটিরিওলজিক্যাল সেন্টারের পক্ষ থেকে।

ক্যালকাটা টাইম : বুধবার দুপুরের দিকে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ও বাংলাদেশের হাতিয়ার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা ।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উড়িষ্যা পারাদ্বীপ থেকে 870 কিলোমিটার দূরে আছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের কারণে জারি করা হয়েছে সর্তকতা।

পূর্বাভাস বলছে 18 তারিখের পরেই বাংলায় আছে পড়ার সম্ভাবনা । সর্বোচ্চ 85 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রী জেলাশাসকের এই মর্মে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও নৌবাহিনী দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি রেখেছেন বলে জানান। গিয়েছে আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড় ,তাই এই দুটি রাজ্যের উদ্ধারকাজের জন্য নৌবাহিনী ছাড়াও আরো কুড়িটি দলকে তৈরি রাখা হয়েছে। জারি করা হয়েছে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা ।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।। প্রাথমিক পূর্বাভাস পেয়েই সর্তকতা অবলম্বন করছে রাজ্য নামখানা মৌসুনি দ্বীপ সাগর দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ এর পাশে বসবাসকারী বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে চলছে মাইকিং প্রচার ও ।

Thanks for reading..                                       follow us on Instagram Facebook (Calcutta time) Twitter and YouTube (Calcutta Time).                                                                  STAY HOME STAY SAFE.           Advertise your business in our Channel. For advertisement call 912 335 9407

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here